একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গতকাল রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার আলীয়াবাদ গোল চত্বর থেকে শুরু করে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের শেষ সীমানায় বাঙ্গরা বাজার পর্যন্ত (দীর্ঘ ১৩ কিলোমিটার) এ কর্মসূচি পালিত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকরা এ কর্মসূচির আয়োজন করেন। এতে ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজার হাজার স্থানীয় নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ জনগণ ও কয়েক’শ নারী হাতে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।
নেতাকর্মীদের অভিযোগ, বিগত ২০০১,২০০৮ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এডভোকেট আবদুল মান্নান অনুপস্থিত ছিলেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিতে কেন্দ্রে যায়নি। কাজী নাজমুল হোসেন তাপন ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এখানে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করেছিলেন। তার বাবা প্রয়াত কাজী আনোয়ার হোসেনও এই আসনের চার বারের সাবেক সংসদ সদস্য ছিলেন।
মানববন্ধনে পৌর বিএনপির সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক মেয়র মোঃ মাঈনুদ্দিন মাঈনু, জেলা বিএনপির সদস্য মোঃ হযরত আলী, সাবেক ছাত্রদলের সহ সভাপতি মোঃ ইকবাল মোল্লা, ছাত্রদল নেতা রাজুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত তাপস অনুসারী নেতাকর্মীরা।
মানববন্ধনে অংশ নেওয়া জেলা বিএনপির সদস্য আবু সায়েদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নির্ধারণে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।
তিনি বিগত ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি অনুপস্থিত ছিলেন। নবীনগরের জনগণ এই মানববন্ধনের মাধ্যমে ঘোষিত বিএনপির প্রার্থীকে ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে।
জেলা বিএনপির সদস্য মোঃ হজরত আলী বলেন, নবীনগরে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের চরম হতাশা তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটাই দাবি ঘোষিত প্রার্থী পরিবর্তন করে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়া হোক। অন্যথায় এই আসনে বিএনপিকে বিজয়ী করা কঠিন হয়ে পড়বে। ২০০১-২০২৩ সাল পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী এম. এ. মান্নান মাঠে ছিলেন না। মনোনয়ন পাওয়া আব্দুল মান্নান গত সকল জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিরোধিতা করছেন।
সাবেক মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন বলেন, এই আসনে কাজী নাজমুল হোসেন তাপসের বিকল্প বিএনপির কোন প্রার্থী এখনো তৈরি হয়নি। আমাদের দাবী অবিলম্বে ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়া হোক।
ডিএস./



















