০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

না ফেরার দেশে অমিতাভ বচ্চনের বেয়াই

বলিউডের মেগাস্টার অমিতাম বচ্চনের বেয়াই ব্যবসায়ী রঞ্জন নন্দা আর নেই। রবিবার রাতে তিনি মারা যান। অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দার শ্বশুর তিনি।

রঞ্জনের মৃত্যুর খবরে বুলগেরিয়া থেকে শুটিং বাতিল করে দ্রুত ভারতে ফিরে এসেছেন অমিতাভ।

সূত্রের খবর, গুরুগাঁওয়ের একটি হাসপাতালে রঞ্জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করছিলেন অমিতাভ। সেখানেই খবর পেয়ে তিনি দ্রুত ফিরে আসেন।

অমিতাভ ব্লগে লেখেন, ‘আমার আত্মীয় মিস্টার রঞ্জন নন্দা, নিখিলের বাবা, শ্বেতার শ্বশুর প্রয়াত হয়েছেন। আমি ভারতে ফিরছি।’

রঞ্জন ছিলেন রাজ কাপুরের জামাই। ঋষি কাপুরের বোন ঋতু নন্দার স্বামী। তাই রঞ্জনের মৃত্যুর খবরে বলিউডের বচ্চন ও কাপুর দুই পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

না ফেরার দেশে অমিতাভ বচ্চনের বেয়াই

প্রকাশিত : ০৩:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮

বলিউডের মেগাস্টার অমিতাম বচ্চনের বেয়াই ব্যবসায়ী রঞ্জন নন্দা আর নেই। রবিবার রাতে তিনি মারা যান। অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দার শ্বশুর তিনি।

রঞ্জনের মৃত্যুর খবরে বুলগেরিয়া থেকে শুটিং বাতিল করে দ্রুত ভারতে ফিরে এসেছেন অমিতাভ।

সূত্রের খবর, গুরুগাঁওয়ের একটি হাসপাতালে রঞ্জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করছিলেন অমিতাভ। সেখানেই খবর পেয়ে তিনি দ্রুত ফিরে আসেন।

অমিতাভ ব্লগে লেখেন, ‘আমার আত্মীয় মিস্টার রঞ্জন নন্দা, নিখিলের বাবা, শ্বেতার শ্বশুর প্রয়াত হয়েছেন। আমি ভারতে ফিরছি।’

রঞ্জন ছিলেন রাজ কাপুরের জামাই। ঋষি কাপুরের বোন ঋতু নন্দার স্বামী। তাই রঞ্জনের মৃত্যুর খবরে বলিউডের বচ্চন ও কাপুর দুই পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে।