০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

মা হলেন আমব্রিন

আমব্রিন, মা, তাহজিব আমায়া চৌধুরী, কন্যা সন্তান, Rtvonline

আলোচিত মডেল-উপস্থাপিকা আমব্রিন মা হয়েছেন। গত ২৩ জুন কানাডায় একটি স্থানীয় হাসপাতালে মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। মেয়ের নাম রেখেছেন তাহজিব আমায়া চৌধুরী। ৪ আগস্ট আমব্রিন ফেসবুকে মেয়ের ছবি প্রকাশ করেছেন।

আমব্রিন জানান, এই কয়েকটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম। সবকিছু গুছিয়ে আনার পর ফেসবুকের মাধ্যমে খবরটা জানিয়ে দিলাম।

গত বছরের ৪ নভেম্বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন। কানাডায় পারিবারিকভাবে আমব্রিন ও তৌসিফের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর আমব্রিন আর দেশে ফিরেননি।

তবে এখনই মিডিয়া ছাড়ার ইচ্ছে নেই তার। আপাতত বিরতিতে রয়েছেন বলে জানান। বিরতি ভেঙে আবারও উপস্থাপনায় সরব হবেন আমব্রিন।

২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন এই শিল্পী। এরপর মডেলিং-অভিনয়ে জড়িয়ে পড়েন। তবে উপস্থাপনার মাধ্যমে তারকাখ্যাতি অর্জন করেন। বিপিএল উপস্থাপনার মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান এই মডেল-অভিনেত্রী।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মা হলেন আমব্রিন

প্রকাশিত : ০৩:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮

আলোচিত মডেল-উপস্থাপিকা আমব্রিন মা হয়েছেন। গত ২৩ জুন কানাডায় একটি স্থানীয় হাসপাতালে মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। মেয়ের নাম রেখেছেন তাহজিব আমায়া চৌধুরী। ৪ আগস্ট আমব্রিন ফেসবুকে মেয়ের ছবি প্রকাশ করেছেন।

আমব্রিন জানান, এই কয়েকটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম। সবকিছু গুছিয়ে আনার পর ফেসবুকের মাধ্যমে খবরটা জানিয়ে দিলাম।

গত বছরের ৪ নভেম্বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন। কানাডায় পারিবারিকভাবে আমব্রিন ও তৌসিফের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর আমব্রিন আর দেশে ফিরেননি।

তবে এখনই মিডিয়া ছাড়ার ইচ্ছে নেই তার। আপাতত বিরতিতে রয়েছেন বলে জানান। বিরতি ভেঙে আবারও উপস্থাপনায় সরব হবেন আমব্রিন।

২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন এই শিল্পী। এরপর মডেলিং-অভিনয়ে জড়িয়ে পড়েন। তবে উপস্থাপনার মাধ্যমে তারকাখ্যাতি অর্জন করেন। বিপিএল উপস্থাপনার মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান এই মডেল-অভিনেত্রী।