০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইলে ইয়াবা ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে পাঁচ হাজার ২৮ পিস ইয়াবা ও ৬৬ টি বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতুর পূর্ব গোলচত্বর এলাকা ও গোড়াই বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, রাজশাহীর মো. আকরাম হোসেন (৪০) ও টাঙ্গাইলের মো. জুয়েল খান (৩৮)।

সোমবার দুপুরে র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওসার বাঁধন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতুর পূর্ব গোলচত্তরে তল্লাশী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোটরসাইকেল যোগে আসা মাদক কারবারি মো. আকরাম হোসেন আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত মাদক কারবারি মোটরসাইকেলের অয়েল ট্যাংকির ভিতর বিশেষ কৌশলে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল রাখার কথা স্বীকার করে। পরে ৬৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, একটি মোবাইল ফোন, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ টাকাসহ মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার প্রায় দুই লাখ টাকা।

তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই বাসস্ট্যান্ডে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাড়ায় চালিত প্রাইভেটকারকে সিগনাল দিয়ে থামিয়ে মাদককারবারি মো. জুয়েল খানকে আটক করা হয়। পরে তার হেফাজতে রাখ পাঁচ হাজার ৮৮ টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় পনের লাখ আট হাজার টাকা। পরে আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু

টাঙ্গাইলে ইয়াবা ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে পাঁচ হাজার ২৮ পিস ইয়াবা ও ৬৬ টি বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতুর পূর্ব গোলচত্বর এলাকা ও গোড়াই বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, রাজশাহীর মো. আকরাম হোসেন (৪০) ও টাঙ্গাইলের মো. জুয়েল খান (৩৮)।

সোমবার দুপুরে র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওসার বাঁধন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতুর পূর্ব গোলচত্তরে তল্লাশী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোটরসাইকেল যোগে আসা মাদক কারবারি মো. আকরাম হোসেন আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত মাদক কারবারি মোটরসাইকেলের অয়েল ট্যাংকির ভিতর বিশেষ কৌশলে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল রাখার কথা স্বীকার করে। পরে ৬৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, একটি মোবাইল ফোন, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ টাকাসহ মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার প্রায় দুই লাখ টাকা।

তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই বাসস্ট্যান্ডে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাড়ায় চালিত প্রাইভেটকারকে সিগনাল দিয়ে থামিয়ে মাদককারবারি মো. জুয়েল খানকে আটক করা হয়। পরে তার হেফাজতে রাখ পাঁচ হাজার ৮৮ টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় পনের লাখ আট হাজার টাকা। পরে আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিএস./