ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী সাদ্দাম হত্যার ঘটনায় এই মামলায় এজহারের প্রধান আসামী দেলোয়ার হোসেন দীলিপ সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৯ ও র্যাব-৩ এর সদস্যরা। দেলোয়ার হোসেন দীলিপ ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক। র্যাব সদস্যরা রবিবার রাতে তাকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।
তাকে ঢাকার বাসাবো এলাকা থেকে র্যাব-৩ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। তার সাথে বাবুল নামে আরেক আসামীকেও গ্রেফতার করে র্যাব।
এরআগে, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের কান্দিপাড়ায় গুলি করে ও গলা কেটে সাদ্দাম হোসেন (৩২)কে হত্যার ঘটনায় ঘটে। এই ঘটনায় নিহতের বাবা মো. মোস্তাক ওরফে মস্তু মিয়া বাদী হয়ে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
ডিএস./






















