খাদ্য মন্ত্রণালয়ে মো: ফিরোজ সরকার সচিব হিসেবে সোমবার যোগদান করেছেন। মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে তিনি যোগদান পত্র জমা দেন। এ সময় উপদেষ্টা সচিবকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ নভেম্বর এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
ইতোপূর্বে ফিরোজ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন।
উল্লেখ্য, খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা মো: মাসুদুল হাসান গতকাল রোববার (৩০ নভেম্বর) অবসর গ্রহণ করেন।
এর আগে তিনি খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ছিলেন। তিনি বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা। জনাব ফিরোজ সরকার দাউদকান্দি উপজেলার পশ্চিম পাঁচগাছিয়া ইউনিয়নের হরিনা ভবানীপুর এলাকার সরকার বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।তাঁর বাবা মরহুম আর্শ্বাদ সরকার,মা মরহুমা মমতাজ বেগম। ৩ ভাই ও ৩ বোনের সংসারে তিনি সবার ছোট। তিনি মতলব উত্তর থানাধীন
নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন।






















