বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুই হাজার মাদ্রাসার শিক্ষার্থী নিয়ে দোয়া করলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার তারটিয়া জামিয়া আলহেরা মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল হাসান রাশেদ ও শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শাপলা চত্বরে হুজুরদের গুলি হত্যার প্রতিবাদ করেছেন। দেশের জুলুম নির্যাতন এ গুলোর প্রতিবাদ করতে হবে। দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছেন। তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। দেশি-বিদেশি চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। অন্তর থেকে সকলেই দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন আমাদের নেতৃকে সুস্থতা দান করে আমাদের ফিরিয়ে দেন।
এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ডিএস./






















