১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে নফল রোজা ও মোনাজাত করেছে কুষ্টিয়া জেলা বিএনপি

বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে নফল রোজা রেখে দোয়া ও মোনাজাত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের কোর্ট ষ্টেশনের সামনের মাঠে এই দোয়া ও মোনাজাত করা হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য সচিব ও কুষ্টিয়া -৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মীনী বিএনপির চেয়ারপার্সন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাতা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বেরাশাসক শেখ হাসিনা জেলখানার মধ্যে খাদ্যে বিষক্রিয়া মিশিয়ে তীলে তীলে শরিল অচল করে দিয়েছে। ওই স্বৈরাচার শাষক শেখ হাসিনার টার্গেট ছিল বেগম খালেদা জিয়াকে হত্যা করা। তিনি বুঝতে পেরেছিল খালেদা জিয়া বেঁচে থাকলে এদেশের ১৮ কোটি মানুষ তার অনুগত্য কায়েম করবে। এতে শেখ হাসিনা জনগনের কাছে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ খালেদা জিয়া এদেশের কল্যাণে জনগনে জন্য কাজ করেছে। এই ভয়েই খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করে। জাকির হোসেন সরকার বলেন, আপোষহীন নেত্রী আজ অসুস্থ্য হয়ে পড়ায় দলমত নির্বিশেষে সারা দেশে তার সুস্থ্যতা কামনা করে রোজা রেখে দোয়া করছে। আর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেয়ে ভারতে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তিনি বলেন খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, গত ১৬ বছর তিনি নির্যাতনের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী বেগম খালেদা জিয়া। আজও বাংলাদেশের গণতন্ত্রের এবং মানুষের মুক্তির প্রতীক হিসেবে আল্ল্হা বেগম জিয়াকে বাঁচিয়ে রেখেছেন। আমরা চাই উনি সুস্থতা ফিরে পাক এবং জাতির জন্য আরো কিছু কাজ রে যাক।

এদিকে শুক্রবার কুষ্টিয়া পৌর বিএনপির ১৬ নং ওয়ার্ডের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ধানের শীষে ভোট প্রর্থনা করে বলেন, কুষ্টিয়ার উন্নয়নে বিএনপির বিকল্প নেই। বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে কুষ্টিয়ার ব্যাপক উন্নয়ন করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি এ, কে বিশ^াস বাবু, জেলা বিএনপির সদস্য সাবেক কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ইসমাইল হোসেন মুরাদ, আব্দুল মঈদ বাবুল, আব্দুল মাজেদ, কামাল উদ্দিন, খন্দকার মিয়ারুল ইসলাম দুলাল, আতিয়ার রহমানসহ জেলা, পৌর ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে নফল রোজা ও মোনাজাত করেছে কুষ্টিয়া জেলা বিএনপি

প্রকাশিত : ০৪:৫০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে নফল রোজা রেখে দোয়া ও মোনাজাত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের কোর্ট ষ্টেশনের সামনের মাঠে এই দোয়া ও মোনাজাত করা হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য সচিব ও কুষ্টিয়া -৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মীনী বিএনপির চেয়ারপার্সন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাতা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বেরাশাসক শেখ হাসিনা জেলখানার মধ্যে খাদ্যে বিষক্রিয়া মিশিয়ে তীলে তীলে শরিল অচল করে দিয়েছে। ওই স্বৈরাচার শাষক শেখ হাসিনার টার্গেট ছিল বেগম খালেদা জিয়াকে হত্যা করা। তিনি বুঝতে পেরেছিল খালেদা জিয়া বেঁচে থাকলে এদেশের ১৮ কোটি মানুষ তার অনুগত্য কায়েম করবে। এতে শেখ হাসিনা জনগনের কাছে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ খালেদা জিয়া এদেশের কল্যাণে জনগনে জন্য কাজ করেছে। এই ভয়েই খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করে। জাকির হোসেন সরকার বলেন, আপোষহীন নেত্রী আজ অসুস্থ্য হয়ে পড়ায় দলমত নির্বিশেষে সারা দেশে তার সুস্থ্যতা কামনা করে রোজা রেখে দোয়া করছে। আর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেয়ে ভারতে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তিনি বলেন খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, গত ১৬ বছর তিনি নির্যাতনের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী বেগম খালেদা জিয়া। আজও বাংলাদেশের গণতন্ত্রের এবং মানুষের মুক্তির প্রতীক হিসেবে আল্ল্হা বেগম জিয়াকে বাঁচিয়ে রেখেছেন। আমরা চাই উনি সুস্থতা ফিরে পাক এবং জাতির জন্য আরো কিছু কাজ রে যাক।

এদিকে শুক্রবার কুষ্টিয়া পৌর বিএনপির ১৬ নং ওয়ার্ডের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ধানের শীষে ভোট প্রর্থনা করে বলেন, কুষ্টিয়ার উন্নয়নে বিএনপির বিকল্প নেই। বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে কুষ্টিয়ার ব্যাপক উন্নয়ন করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি এ, কে বিশ^াস বাবু, জেলা বিএনপির সদস্য সাবেক কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ইসমাইল হোসেন মুরাদ, আব্দুল মঈদ বাবুল, আব্দুল মাজেদ, কামাল উদ্দিন, খন্দকার মিয়ারুল ইসলাম দুলাল, আতিয়ার রহমানসহ জেলা, পৌর ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

ডিএস./