০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ত্রিশালে হিসাব চাওয়ায় স্ত্রীকে হত্যা: প্রায় ৮ বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ময়মনসিংহের ত্রিশালে প্রায় ৮ বছর পর সুলতানা রাজিয়া মুক্তা (৫০) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পারিবারিক কবরস্থান থেকে জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) নাজিয়া নূর লিয়ার উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়।

স্বামীর ২৪ বছরের প্রবাস জীবনে উপার্জিত টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে মামলার প্রধান আসামি মোশফিকুর রহমান মানিক তার ভাইয়ের স্ত্রী সুলতানা রাজিয়া মুক্তা (৫০)-কে হত্যা করেছে এ মর্মে অভিযোগ এনে ঘটনার দীর্ঘ বিলম্বের পর বাদী মোঃ আনিছুর রহমান বাবলু বিদেশ থেকে ফিরে বিষয়টি জেনে ২০২৩ সালের ২৪ আগস্ট আদালতে মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা ওসি ডিবি (দক্ষিণ) মোঃ মহিদুল ইসলাম আদালতে আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৩নং আমলী আদালত) প্রাথমিক নথিপত্র যাচাই করে কবর থেকে লাশ উত্তোলন ও ময়নাতদন্ত শেষে রিপোর্ট পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বাদী মোঃ আনিছুর রহমান বাবলু যিনি দীর্ঘ ২৪ বছর স্পেনে প্রবাস জীবন যাপন করেছেন, তার উপার্জিত টাকা নিয়মিত বড় ভাই ১নং আসামী মোশফিকুর রহমান মানিকের কাছে পাঠাতেন। বাদীর অভিযোগ, ওই টাকা দিয়ে আসামিরা ইটভাটা ও বিভিন্ন ব্যবসা গড়ে তোলে, কিন্তু হিসাব চাইলে নানা তালবাহানা করতে থাকে।

বাদীর স্ত্রী সুলতানা রাজিয়া মুক্তা স্বামীর অনুমতি নিয়ে হিসাব চাইলে আসামিদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সন্ধ্যায় বাগান এলাকায় বাদীর ভিটায় তাকে ঘরের ভেতরে ডেকে নিয়ে চর-থাপ্পড় ও মারধর করা হয়। একপর্যায়ে প্রধান আসামী বুকের ওপর লাথি মারলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ১ মার্চ ভোরে তিনি মারা যান।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি ডিবি (দক্ষিণ) মোঃ মহিদুল ইসলাম জানান, আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা লাশ উত্তোলন করে মেডিকেলে পাঠিয়েছি। তারা রিপোর্ট পাঠালে আমরা আদালতে পাঠাবো।

উল্লেখ্য, এ মামলার প্রধান আসামি মোশফিকুর রহমান মানিকের বিরুদ্ধে এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ টি হত্যা ও দুটি হত্যাচেষ্টার মামলাসহ একাধিক মামলা রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

ত্রিশালে হিসাব চাওয়ায় স্ত্রীকে হত্যা: প্রায় ৮ বছর পর কবর থেকে লাশ উত্তোলন

প্রকাশিত : ০৪:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহের ত্রিশালে প্রায় ৮ বছর পর সুলতানা রাজিয়া মুক্তা (৫০) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পারিবারিক কবরস্থান থেকে জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) নাজিয়া নূর লিয়ার উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়।

স্বামীর ২৪ বছরের প্রবাস জীবনে উপার্জিত টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে মামলার প্রধান আসামি মোশফিকুর রহমান মানিক তার ভাইয়ের স্ত্রী সুলতানা রাজিয়া মুক্তা (৫০)-কে হত্যা করেছে এ মর্মে অভিযোগ এনে ঘটনার দীর্ঘ বিলম্বের পর বাদী মোঃ আনিছুর রহমান বাবলু বিদেশ থেকে ফিরে বিষয়টি জেনে ২০২৩ সালের ২৪ আগস্ট আদালতে মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা ওসি ডিবি (দক্ষিণ) মোঃ মহিদুল ইসলাম আদালতে আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৩নং আমলী আদালত) প্রাথমিক নথিপত্র যাচাই করে কবর থেকে লাশ উত্তোলন ও ময়নাতদন্ত শেষে রিপোর্ট পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বাদী মোঃ আনিছুর রহমান বাবলু যিনি দীর্ঘ ২৪ বছর স্পেনে প্রবাস জীবন যাপন করেছেন, তার উপার্জিত টাকা নিয়মিত বড় ভাই ১নং আসামী মোশফিকুর রহমান মানিকের কাছে পাঠাতেন। বাদীর অভিযোগ, ওই টাকা দিয়ে আসামিরা ইটভাটা ও বিভিন্ন ব্যবসা গড়ে তোলে, কিন্তু হিসাব চাইলে নানা তালবাহানা করতে থাকে।

বাদীর স্ত্রী সুলতানা রাজিয়া মুক্তা স্বামীর অনুমতি নিয়ে হিসাব চাইলে আসামিদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সন্ধ্যায় বাগান এলাকায় বাদীর ভিটায় তাকে ঘরের ভেতরে ডেকে নিয়ে চর-থাপ্পড় ও মারধর করা হয়। একপর্যায়ে প্রধান আসামী বুকের ওপর লাথি মারলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ১ মার্চ ভোরে তিনি মারা যান।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি ডিবি (দক্ষিণ) মোঃ মহিদুল ইসলাম জানান, আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা লাশ উত্তোলন করে মেডিকেলে পাঠিয়েছি। তারা রিপোর্ট পাঠালে আমরা আদালতে পাঠাবো।

উল্লেখ্য, এ মামলার প্রধান আসামি মোশফিকুর রহমান মানিকের বিরুদ্ধে এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ টি হত্যা ও দুটি হত্যাচেষ্টার মামলাসহ একাধিক মামলা রয়েছে।

ডিএস./