ফেনীতে ছিনতাইয়ের ঘটনার পর রাজাঝির দিঘি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
রাজাঝির দিঘি থেকে গতকাল সন্ধ্যায় মো. শুক্কুর (৪০) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত মো. শুক্কুর গাজীপুর সদর উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
স্বজনদের কাছ থেকে জানা গেছে, কাজের সন্ধানে কালকে সকালে গাজীপুর থেকে ফেনীতে আসেন তিনি।গতকাল সন্ধ্যায় ফেনী শহরের রাজাঝির দিঘি এলাকায় তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফেনী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।ফেনী সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে।
ডিএস./





















