০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

সাতকানিয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

চট্টগ্রামের সাতকানিয়ায় শীতের আগমনে জমে উঠেছে শীতকালীন সবজি চাষের মৌসুম। ভোরের কুয়াশা ভেদ করে মাঠে নেমে পড়ছেন কৃষকেরা। কেউ জমি পরিষ্কার করছেন, কেউ আবার গাছের পরিচর্যায় ব্যস্ত। ক্ষেত জুড়ে শিম, বাঁধাকপি, ফুলকপি, শশা,মরিচ ,মুলা, মিষ্টি কুমড়া,লাল শাক সহ বিভিন্ন সবজির সবুজ আচ্ছাদন যেন প্রাণ ফিরিয়ে এনেছে কৃষি জমিতে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত বছরের তুলনায় এবার জমির উৎপাদন ভালো হবে বলে আশা করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় ফসলের বৃদ্ধি ভালো হচ্ছে। অনেক কৃষক ইতোমধ্যে বাজারে প্রথম ধাপের সবজি বিক্রি শুরু করেছেন, যা তাদের অতিরিক্ত আয়ের পথ তৈরি করেছে।সব মিলিয়ে সাতকানিয়ার মাঠে এখন এক ব্যস্ততার আমেজ। পরিশ্রম আর আশার ফসল উঠবে শীত শেষে এ প্রত্যাশায় দিন কাটাচ্ছেন এখানকার পরিশ্রমী কৃষকেরা।

উপ-সহকারী মোরশেদ করিম জানান,কালিয়াইশ রসুলাবাদ ব্লগে ১২০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষাবাদ হয়েছে ,ভালো ফলন এবং দাম পাওয়ায় খুশি কৃষক আগামী ১৫ দিনের মধ্যে ফুলকপি বাঁধাকপি বাজারে বিক্রি করতে পারবেন কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জানান,সাতকানিয়া উপজেলায় মোট ১৮০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষাবাদ হয়েছে , উপজেলা কৃষি অফিস থেকে এ বছর ৭০০ জন কৃষককে আইবি সবজি প্রণোদনা এবং ৩৫০ জন কৃষক কে বসতবাড়িতে শীতকালীন সবজি প্রণোদনা দেওয়া হয়েছে।

সাতকানিয়ার বিভিন্ন এলাকায় শীতকালীন সবজি চাষের পরিমাণ প্রতি বছরই বাড়ছে। কৃষকদের জন্য প্রশিক্ষণ, বীজ ও প্রযুক্তিগত সহায়তাও দেওয়া হচ্ছে। সঠিক সময়ে বাজারজাত করতে পারলে কৃষকরা লাভবান হবেন বলে আশা করছি।

ডিএস./

 

জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

সাতকানিয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

প্রকাশিত : ০২:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়ায় শীতের আগমনে জমে উঠেছে শীতকালীন সবজি চাষের মৌসুম। ভোরের কুয়াশা ভেদ করে মাঠে নেমে পড়ছেন কৃষকেরা। কেউ জমি পরিষ্কার করছেন, কেউ আবার গাছের পরিচর্যায় ব্যস্ত। ক্ষেত জুড়ে শিম, বাঁধাকপি, ফুলকপি, শশা,মরিচ ,মুলা, মিষ্টি কুমড়া,লাল শাক সহ বিভিন্ন সবজির সবুজ আচ্ছাদন যেন প্রাণ ফিরিয়ে এনেছে কৃষি জমিতে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত বছরের তুলনায় এবার জমির উৎপাদন ভালো হবে বলে আশা করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় ফসলের বৃদ্ধি ভালো হচ্ছে। অনেক কৃষক ইতোমধ্যে বাজারে প্রথম ধাপের সবজি বিক্রি শুরু করেছেন, যা তাদের অতিরিক্ত আয়ের পথ তৈরি করেছে।সব মিলিয়ে সাতকানিয়ার মাঠে এখন এক ব্যস্ততার আমেজ। পরিশ্রম আর আশার ফসল উঠবে শীত শেষে এ প্রত্যাশায় দিন কাটাচ্ছেন এখানকার পরিশ্রমী কৃষকেরা।

উপ-সহকারী মোরশেদ করিম জানান,কালিয়াইশ রসুলাবাদ ব্লগে ১২০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষাবাদ হয়েছে ,ভালো ফলন এবং দাম পাওয়ায় খুশি কৃষক আগামী ১৫ দিনের মধ্যে ফুলকপি বাঁধাকপি বাজারে বিক্রি করতে পারবেন কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জানান,সাতকানিয়া উপজেলায় মোট ১৮০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষাবাদ হয়েছে , উপজেলা কৃষি অফিস থেকে এ বছর ৭০০ জন কৃষককে আইবি সবজি প্রণোদনা এবং ৩৫০ জন কৃষক কে বসতবাড়িতে শীতকালীন সবজি প্রণোদনা দেওয়া হয়েছে।

সাতকানিয়ার বিভিন্ন এলাকায় শীতকালীন সবজি চাষের পরিমাণ প্রতি বছরই বাড়ছে। কৃষকদের জন্য প্রশিক্ষণ, বীজ ও প্রযুক্তিগত সহায়তাও দেওয়া হচ্ছে। সঠিক সময়ে বাজারজাত করতে পারলে কৃষকরা লাভবান হবেন বলে আশা করছি।

ডিএস./