১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শান্ত (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়ের পাড়া গ্রামের মোঃ শিপন আলীর ছেলে।

বিজিবি সূত্র জানান, গত ৫ ডিসেম্বর রাত ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৩ এস এর ভারতের অভ্যন্তরে ১৪৬ বিএসএফ কোম্পানির কাচাঁরিপাড়া ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনতে পান। পরে শান্তের পরিবার বিষয়টি বিজিবিকে জানায়।

বিজিবি আরো জানান, বিএসএফ গুরুতর আহত অবস্থায় শান্তকে ভারত সীমান্ত থেকে ধরে নিয়ে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, শান্ত ওই এলাকার শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার রাতে আরও তিন থেকে পাঁচজন সহযোগীকে নিয়ে ভারতীয় সীমানা থেকে মাদক ও অস্ত্র আনতে গিয়েছিলেন বলে দাবি করেন তারা। এ সময় বিএসএফ সদস্যরা এগিয়ে এলে শান্ত ও তার সঙ্গে থাকা লোকজন বিএসএফের ওপর গুলি চালায়। পাল্টা গুলিতে শান্ত গুরুতর আহত হন এবং অন্যরা পালিয়ে যায়। পরে বিএসএফ তাকে আহত অবস্থায় আটক করে।

এ বিষয়ে বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ঘটনার রাতে সীমান্তে শান্ত সহ কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। সে সময় শান্ত গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় বিএসএফ হেফাজতে নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে আমাদের পতাকা বৈঠক হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর শান্তর লাশ পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করা হবে। আমরা আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারকে হস্তান্তর করব।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের ঘোষণা তারেক রহমানের

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১২:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শান্ত (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়ের পাড়া গ্রামের মোঃ শিপন আলীর ছেলে।

বিজিবি সূত্র জানান, গত ৫ ডিসেম্বর রাত ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৩ এস এর ভারতের অভ্যন্তরে ১৪৬ বিএসএফ কোম্পানির কাচাঁরিপাড়া ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনতে পান। পরে শান্তের পরিবার বিষয়টি বিজিবিকে জানায়।

বিজিবি আরো জানান, বিএসএফ গুরুতর আহত অবস্থায় শান্তকে ভারত সীমান্ত থেকে ধরে নিয়ে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, শান্ত ওই এলাকার শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার রাতে আরও তিন থেকে পাঁচজন সহযোগীকে নিয়ে ভারতীয় সীমানা থেকে মাদক ও অস্ত্র আনতে গিয়েছিলেন বলে দাবি করেন তারা। এ সময় বিএসএফ সদস্যরা এগিয়ে এলে শান্ত ও তার সঙ্গে থাকা লোকজন বিএসএফের ওপর গুলি চালায়। পাল্টা গুলিতে শান্ত গুরুতর আহত হন এবং অন্যরা পালিয়ে যায়। পরে বিএসএফ তাকে আহত অবস্থায় আটক করে।

এ বিষয়ে বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ঘটনার রাতে সীমান্তে শান্ত সহ কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। সে সময় শান্ত গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় বিএসএফ হেফাজতে নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে আমাদের পতাকা বৈঠক হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর শান্তর লাশ পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করা হবে। আমরা আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারকে হস্তান্তর করব।

ডিএস./