১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

হাদির ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ এবং সারাদেশে এমপি প্রার্থীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের কেডির মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁ জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, থানা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তারসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “কয়েকদিন আগে চট্টগ্রামে আমাদের দলের একজন প্রার্থীর ওপর হামলা হয়েছে। সর্বশেষ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশে ফ্যাসিবাদের দোসররা এখনও সক্রিয় থেকে নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। সরকারকে হুঁশিয়ার করে বলছি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

এর আগে বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে হাদির ওপর হামলার বিচার দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার দেশ (এবি) পার্টি নওগাঁ জেলা শাখা।

সমাবেশে বক্তব্য দেন এনসিপি নওগাঁ জেলা শাখার সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দিপু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ এবং এবি পার্টি নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এনসিপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ বলেন, “হাদির ওপর হামলার আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন। তবুও তাকে কোনো নিরাপত্তা দেওয়া হয়নি। আমরা জানতে পারছি, সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চলছে। এসব ঠেকাতে সরকারকে অবিলম্বে সাড়াশি অভিযান চালাতে হবে।”

এবি পার্টির আহ্বায়ক কাজী আতিকুর রহমান বলেন, “জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। বিশেষ ব্যক্তিদের জন্য আলাদা নিরাপত্তা থাকলেও আন্দোলনের অগ্রভাগে থাকা নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের ঘোষণা তারেক রহমানের

হাদির ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ

প্রকাশিত : ০৪:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ এবং সারাদেশে এমপি প্রার্থীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের কেডির মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁ জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, থানা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তারসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “কয়েকদিন আগে চট্টগ্রামে আমাদের দলের একজন প্রার্থীর ওপর হামলা হয়েছে। সর্বশেষ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশে ফ্যাসিবাদের দোসররা এখনও সক্রিয় থেকে নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। সরকারকে হুঁশিয়ার করে বলছি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

এর আগে বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে হাদির ওপর হামলার বিচার দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার দেশ (এবি) পার্টি নওগাঁ জেলা শাখা।

সমাবেশে বক্তব্য দেন এনসিপি নওগাঁ জেলা শাখার সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দিপু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ এবং এবি পার্টি নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এনসিপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ বলেন, “হাদির ওপর হামলার আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন। তবুও তাকে কোনো নিরাপত্তা দেওয়া হয়নি। আমরা জানতে পারছি, সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চলছে। এসব ঠেকাতে সরকারকে অবিলম্বে সাড়াশি অভিযান চালাতে হবে।”

এবি পার্টির আহ্বায়ক কাজী আতিকুর রহমান বলেন, “জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। বিশেষ ব্যক্তিদের জন্য আলাদা নিরাপত্তা থাকলেও আন্দোলনের অগ্রভাগে থাকা নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

ডিএস./