০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর ট্রেনসহ সকল ট্রেনের স্টপেজ চালুসহ ৭ দফা দাবীতে রেলপথ অবরোধ

কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর সকল ট্রেনের স্টপেজ চালু, স্টেশন মাস্টার নিয়োগ, প্ল্যাটফর্ম উঁচুকরণ ও আধুনিকায়নসহ সাত দফা দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয়রা।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশনে রেললাইনের ওপর শুয়ে পড়ে অবরোধ কর্মসূচি পালন করে এলাকাবাসী। দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসুচীতে মিরপুর উপজেলার কয়েক হাজার সাধারণ জনগণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী মুক্তিযোদ্ধা, সাংবাদিক অংশগ্রহণ করেন। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল করীম, উপজেলা জামায়াতের আমির রেজাউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রহমত আলী রব্বান, মিরপুর প্রেস কাবের সাবেক সভাপতি আসাদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মিরপুর রেলওয়ে স্টেশন অবহেলিত। আন্তঃনগর ট্রেনের নিয়মিত স্টপেজ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিা ও চিকিৎসাসহ নানা েেত্র এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাই সকল বাধা অতিক্রম করে মিরপুর রেলওয়ে স্টেশন আধুনিকায়নের সাত দফা দাবি দ্রæত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

অবরোধের কারণে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতা এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনে আটকা পড়ে। এতে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচলে সাময়িক অনিশ্চয়তা ও সিডিউল বিপর্যয়ের দেখা দেয়।

এদিকে, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক আন্দোলনকারীদের বলেন, রেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে জেলা প্রশাসক জানিয়েছেন আগামী সাত দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে এলাকাবাসীর প থেকে সরাসরি জানানো হয়েছে, আজকেই সকল দাবি পূরণের সুস্পষ্ট ঘোষণা না এলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর ট্রেনসহ সকল ট্রেনের স্টপেজ চালুসহ ৭ দফা দাবীতে রেলপথ অবরোধ

প্রকাশিত : ০৪:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর সকল ট্রেনের স্টপেজ চালু, স্টেশন মাস্টার নিয়োগ, প্ল্যাটফর্ম উঁচুকরণ ও আধুনিকায়নসহ সাত দফা দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয়রা।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশনে রেললাইনের ওপর শুয়ে পড়ে অবরোধ কর্মসূচি পালন করে এলাকাবাসী। দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসুচীতে মিরপুর উপজেলার কয়েক হাজার সাধারণ জনগণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী মুক্তিযোদ্ধা, সাংবাদিক অংশগ্রহণ করেন। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল করীম, উপজেলা জামায়াতের আমির রেজাউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রহমত আলী রব্বান, মিরপুর প্রেস কাবের সাবেক সভাপতি আসাদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মিরপুর রেলওয়ে স্টেশন অবহেলিত। আন্তঃনগর ট্রেনের নিয়মিত স্টপেজ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিা ও চিকিৎসাসহ নানা েেত্র এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাই সকল বাধা অতিক্রম করে মিরপুর রেলওয়ে স্টেশন আধুনিকায়নের সাত দফা দাবি দ্রæত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

অবরোধের কারণে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতা এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনে আটকা পড়ে। এতে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচলে সাময়িক অনিশ্চয়তা ও সিডিউল বিপর্যয়ের দেখা দেয়।

এদিকে, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক আন্দোলনকারীদের বলেন, রেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে জেলা প্রশাসক জানিয়েছেন আগামী সাত দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে এলাকাবাসীর প থেকে সরাসরি জানানো হয়েছে, আজকেই সকল দাবি পূরণের সুস্পষ্ট ঘোষণা না এলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

ডিএস../