বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস ’২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সরকারী ও বেরকারী পর্যায়ে নানা কর্মসুচী পালিত হয়। এসব কর্মসূচীতে সব বয়সী মানুষ অংশ গ্রহন করেন।
জেলা প্রশাসন : বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেনের নেতৃত্¦ে জেলা পুলিশ বিভাগ, বিভিন্ন সরকারী দপ্তর, পৌরসভা, সরকারী ও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল , পেশাজিিব, সামাজিক , সাংস্কৃতিক সংগঠন মুক্তির ফুলবাড়ীস্থ শহীদ স্মৃতি স্তম্ভে পুস্প মাল্য অর্পন, র্যালী, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, শহীদ চান্দু ষ্টেডিয়ামে শিক্ষার্থী সমাবেশ , কুজকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
৪ এপিবিএন: ৪ এপিবিএন বগুড়া তাদের ক্যাম্পে সকালে স্মৃতি স্তম্ভে পুস্প মাল্য অর্পন করেন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ৪ এপিবিএন মো: শহীদ আবু সরোয়ার ও মধুসদন রায়, সহ অধিনায়ক( পুলিশ সুপার) নেতৃত্¦ে ৪ এপিবিএনের সকল সদস্য বৃন্দ । দিন ব্যাপি খেলা ধুলা পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
বিএনপি : জেলা বিএনপির উদ্যোগে সকালে পুস্পম্যাল্য অর্পন, র্যালী, আলোচনা সভা, অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর হেনা, সাধারন সম্পাদক মোশারফ হোসেন , অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী সালামসহ জেলা নেতৃবৃন্দ অংশ নেন।
জামায়াতে ইসলামী : শহর জামায়াতের উদ্যোগে বিকেলে আইন কলেজ চত্বরে এক আলোচনা সভা শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, নায়েবে আমীর আব্দুল হালিম বেগ, অধ্যাপক রফিকুল ইসলাম অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আব্দুল হামিদ বেগ প্রমুখ।
পেশাজীবি সংগঠন : বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দ সকালে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন রেজাউল হাসান রানু, কালাম আজাদ, গণেশ দাস ও আবু সাইদ সহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ।
ছাত্রশিবির : মুক্তিযোদ্ধাদের সাথে সাক্ষাত ও বীর শহীদদের কবর জিয়ারত করেন ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার নেতৃৃবৃন্দ । উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকারি পরিষদের সদস্য ও বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, অফিস সম্পাদক সজিবুল ইসলাম সজিব প্রমুখ।
ডিএস./






















