০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

“পরিকল্পিত উন্নয়নে পর্যটন ও শিপ ইয়ার্ডে ইতিবাচক পরিবর্তন সম্ভব”- আসলাম চৌধুরী

সাগরবেষ্টিত বাঁশবাড়িয়া পর্যটনের অপার সম্ভাবনাময় একটি জনপদ। পরিকল্পিতভাবে পর্যটনখাতে উন্নয়ন সাধন করা গেলে বাঁশবাড়িয়া তথা পুরো সীতাকুণ্ডের চিত্র বদলে যাবে। পর্যটনখাত হতে পারে ব্লু ইকোনমির অন্যতম অনুষঙ্গ। অপরদিকে সোনাইছড়িতে অবস্থিত শিপ ইয়ার্ড এবং কলকারখানা সীতাকুণ্ড তথা দেশের অর্থনীতির প্রাণ। এই খাতে পরিবেশবান্ধব শিল্পনীতি বাস্তবায়ন করা গেলে সীতাকুণ্ড সারাদেশের উন্নয়নের নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে দাবি করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বাঁশবাড়িয়ায় এবং বিকালে সোনাইছড়িতে নির্বাচনী গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, কর্মমুখর সীতাকুণ্ডই আমার প্রথম লক্ষ্য। এখানে শিল্পকারখানায় বিনিয়োগ বাড়ানো গেলে বেকারত্ব দূরীকরণ খুব সহজ হবে। বেকারের সংখ্যা কমে গেলে এলাকায় অপকর্মও অনেকাংশে কমে যাবে। পর্যটকদের জন্য উন্নত যাতায়াত ব্যবস্থা আর নিরাপদ আবাসন নিশ্চিত করা গেলে সীতাকুণ্ডেই পর্যটনখাতে বিপ্লব সাধিত হবে।

বাঁশবাড়িয়ায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজা উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সালামত উল্ল্যাহ, আবুল বশর ভূঁইয়া, মনসুর মেম্বার, একরাম উল্ল্যাহ নয়ন, মিয়া মোহাম্মদ শাহজাহান, দিদারুল আলম, সালাহউদ্দিন, সেলিম উদ্দিন, নুরুল ইসলাম, নিজাম উদ্দিন, বদর উদ্দিন, আলাউদ্দিন।

এদিকে সোনাইছড়িতে গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর চেয়ারম্যান, সদস্য সচিব গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, মোমিন উদ্দিন মিন্টু সহ প্রমুখ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯

“পরিকল্পিত উন্নয়নে পর্যটন ও শিপ ইয়ার্ডে ইতিবাচক পরিবর্তন সম্ভব”- আসলাম চৌধুরী

প্রকাশিত : ০৪:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

সাগরবেষ্টিত বাঁশবাড়িয়া পর্যটনের অপার সম্ভাবনাময় একটি জনপদ। পরিকল্পিতভাবে পর্যটনখাতে উন্নয়ন সাধন করা গেলে বাঁশবাড়িয়া তথা পুরো সীতাকুণ্ডের চিত্র বদলে যাবে। পর্যটনখাত হতে পারে ব্লু ইকোনমির অন্যতম অনুষঙ্গ। অপরদিকে সোনাইছড়িতে অবস্থিত শিপ ইয়ার্ড এবং কলকারখানা সীতাকুণ্ড তথা দেশের অর্থনীতির প্রাণ। এই খাতে পরিবেশবান্ধব শিল্পনীতি বাস্তবায়ন করা গেলে সীতাকুণ্ড সারাদেশের উন্নয়নের নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে দাবি করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বাঁশবাড়িয়ায় এবং বিকালে সোনাইছড়িতে নির্বাচনী গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, কর্মমুখর সীতাকুণ্ডই আমার প্রথম লক্ষ্য। এখানে শিল্পকারখানায় বিনিয়োগ বাড়ানো গেলে বেকারত্ব দূরীকরণ খুব সহজ হবে। বেকারের সংখ্যা কমে গেলে এলাকায় অপকর্মও অনেকাংশে কমে যাবে। পর্যটকদের জন্য উন্নত যাতায়াত ব্যবস্থা আর নিরাপদ আবাসন নিশ্চিত করা গেলে সীতাকুণ্ডেই পর্যটনখাতে বিপ্লব সাধিত হবে।

বাঁশবাড়িয়ায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজা উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সালামত উল্ল্যাহ, আবুল বশর ভূঁইয়া, মনসুর মেম্বার, একরাম উল্ল্যাহ নয়ন, মিয়া মোহাম্মদ শাহজাহান, দিদারুল আলম, সালাহউদ্দিন, সেলিম উদ্দিন, নুরুল ইসলাম, নিজাম উদ্দিন, বদর উদ্দিন, আলাউদ্দিন।

এদিকে সোনাইছড়িতে গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর চেয়ারম্যান, সদস্য সচিব গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, মোমিন উদ্দিন মিন্টু সহ প্রমুখ।

ডিএস./