পাবনার সুজানগরে ১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেট হামলার দিবস যথাযথ মর্যাদায় পালন করার লক্ষে ছাত্রলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ তুষারের পরিচালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, রবিন হাসান সম্রাট, রতন আলী, শেখ সালাম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা, মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান শাওন, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, উপ-প্রচার সম্পাদক নয়ন মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি এসএম সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক শেখ সুমন, এনএ কলেজ শাখার সভাপতি রেদওয়ান নয়ন, সাধারণ সম্পাদক মতিয়ার হোসেন, এছাড়া সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ প্রমুখ।





















