১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

না ফেরার দেশে বিরোধীদলীয় চীফ হুইপ তাজুল ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

তাজুল ইসলামকে রবিবার (১২ আগস্ট) দুপুরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

তারা এক শোকবার্তায় বলেন, তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। তাজুল ইসলাম চৌধুরীর অভাব দীর্ঘদিন অনুভব করবে দেশ। রাজনীতি ও মানবসেবায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি মরহুম তাজুল ইসলাম চৌধুরীর ভালোবাসা গভীর কৃতজ্ঞতার স্মরণ করেন তারা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যু সংবাদে রাতেই ইউনাইটেড হাসপাতালে ছুটে যান পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, শওকত চৌধুরীসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।

আমরা ঠিক হলে, পুলিশও ঠিক হয়ে যাবে : কাদের
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ এএম, ১৪ আগস্ট ২০১৮ | আপডেট: ০১:১৫ এএম, ১৪ আগস্ট ২০১৮
116
SHARES
আমরা ঠিক হলে, পুলিশও ঠিক হয়ে যাবে : কাদের
পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এমন কাজ করবেন না যাতে সরকারের জন্য ইমব্যালেন্স হয়। আপনাদের আওয়ামী লীগ হওয়ার দরকার নেই। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যে দায়িত্ব পালন করেছন তা আব্যাহত রাখবেন।

সোমবার রাতে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ আলোচনাসভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, সরকারি কর্মচারী হিসেবে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবেন। দুষ্টের দমন করবে, শিষ্টের পালন করবে- এটাই পুলিশের কাজ হওয়া উচিত। পুলিশের কাছে আমাদের এটাই আশা-প্রত্যাশা।

‘এদেশে রাজনীতি সঠিক হলে সবকিছু সঠিক হবে’ মন্তব্য করে সরকারের এ মন্ত্রী বলেন, আমরা ঠিক হলে, পুলিশও ঠিক হয়ে যাবে। পুলিশকে অনেকে চাঁদাবাজ বলেন। রাজনীতিবিদরাও তো চাঁদাবাজি করেন। রাজনীতিবিদরা চাঁদাবাজি বন্ধ করলে পুলিশের চাঁদাবাজি বন্ধ হবে। পুলিশের কনস্টেবল চাকরি নিয়ে যারা কমিশন খায় তাদের আমি ঘৃণা করি।

পুলিশকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন, আপনাদের থেকে পজেটিভ নিরপেক্ষতা আশা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনতে ভুল করবেন না। জোর করে ক্ষমতায় আসার মানসিকতা বঙ্গবন্ধু কন্যার নেই। জনগণ না চাইলে জোর করে ক্ষমতায় থাকার রাজনীতি শেখ হাসিনা করেন না।

নিরাপদ সড়ক আন্দোলন প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, কোমলমতি শিশুরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে রাস্তায় শৃঙ্খলা ছিল না, এখনও নেই। সড়কে শৃঙ্খলা ফেরাতে অ্যাওয়ারনেস (সচেতনতা) বাড়াতে হবে। শুধু কি বেপরোয়া ড্রাইভার, বেপরোয়া পথচারী নেই? রাস্তা পারাপারের ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান, র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

না ফেরার দেশে বিরোধীদলীয় চীফ হুইপ তাজুল ইসলাম

প্রকাশিত : ০৯:৪৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

তাজুল ইসলামকে রবিবার (১২ আগস্ট) দুপুরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

তারা এক শোকবার্তায় বলেন, তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। তাজুল ইসলাম চৌধুরীর অভাব দীর্ঘদিন অনুভব করবে দেশ। রাজনীতি ও মানবসেবায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি মরহুম তাজুল ইসলাম চৌধুরীর ভালোবাসা গভীর কৃতজ্ঞতার স্মরণ করেন তারা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যু সংবাদে রাতেই ইউনাইটেড হাসপাতালে ছুটে যান পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, শওকত চৌধুরীসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।

আমরা ঠিক হলে, পুলিশও ঠিক হয়ে যাবে : কাদের
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ এএম, ১৪ আগস্ট ২০১৮ | আপডেট: ০১:১৫ এএম, ১৪ আগস্ট ২০১৮
116
SHARES
আমরা ঠিক হলে, পুলিশও ঠিক হয়ে যাবে : কাদের
পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এমন কাজ করবেন না যাতে সরকারের জন্য ইমব্যালেন্স হয়। আপনাদের আওয়ামী লীগ হওয়ার দরকার নেই। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যে দায়িত্ব পালন করেছন তা আব্যাহত রাখবেন।

সোমবার রাতে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ আলোচনাসভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, সরকারি কর্মচারী হিসেবে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবেন। দুষ্টের দমন করবে, শিষ্টের পালন করবে- এটাই পুলিশের কাজ হওয়া উচিত। পুলিশের কাছে আমাদের এটাই আশা-প্রত্যাশা।

‘এদেশে রাজনীতি সঠিক হলে সবকিছু সঠিক হবে’ মন্তব্য করে সরকারের এ মন্ত্রী বলেন, আমরা ঠিক হলে, পুলিশও ঠিক হয়ে যাবে। পুলিশকে অনেকে চাঁদাবাজ বলেন। রাজনীতিবিদরাও তো চাঁদাবাজি করেন। রাজনীতিবিদরা চাঁদাবাজি বন্ধ করলে পুলিশের চাঁদাবাজি বন্ধ হবে। পুলিশের কনস্টেবল চাকরি নিয়ে যারা কমিশন খায় তাদের আমি ঘৃণা করি।

পুলিশকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন, আপনাদের থেকে পজেটিভ নিরপেক্ষতা আশা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনতে ভুল করবেন না। জোর করে ক্ষমতায় আসার মানসিকতা বঙ্গবন্ধু কন্যার নেই। জনগণ না চাইলে জোর করে ক্ষমতায় থাকার রাজনীতি শেখ হাসিনা করেন না।

নিরাপদ সড়ক আন্দোলন প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, কোমলমতি শিশুরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে রাস্তায় শৃঙ্খলা ছিল না, এখনও নেই। সড়কে শৃঙ্খলা ফেরাতে অ্যাওয়ারনেস (সচেতনতা) বাড়াতে হবে। শুধু কি বেপরোয়া ড্রাইভার, বেপরোয়া পথচারী নেই? রাস্তা পারাপারের ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান, র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ প্রমুখ।