১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ‘২১ আগষ্ট’ গ্রেনেড হামলা দিবস যথাযথ মর্যাদায় পালন করার লক্ষে সুজানগর পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম খান ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান আলী শেখ মিলনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব।
সভায় প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেম উদ্দিন মুসা, শামসুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুদ, দপ্তর সম্পাদক মামুন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পাশা সদ্দার, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজির খান, সহ-প্রচার সম্পাদক নায়েব আলী, সদস্য আজিজ বিশ্বাস, শাহীন, সুজানগর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, যুবলীগ নেতা আচ্চু, রহিম, সুজানগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এসএম সোহাগ, সাধারণ সম্পাদক সুমন, এনএ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মতিয়ার প্রমুখ।
সভায় সুজানগর পৌর ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















