১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

তিশার বয়স যখন ৫০!

একজন মধ্যবয়স্ক নারী, বয়স ৫০ এর আশেপাশে। চেহারা দেখে চেনার উপায় নেই কে এই নারী? তবে যারা চেনার তারা একটু ভালো করেই দেখলেই চিনে ফেলবেন। ইনি হলেন তানজিন তিশা। কিন্তু এই মধ্যবয়স্ক সাজে কেন? সম্প্রতি তিশাকে এমন চেহারায় পাওয়া গেল।

এ প্রসঙ্গে তিশা বলেন, ঈদের জন্য যে কাজগুলো করছি তার মধ্যে ‘বেডসিন’ অন্যতম একটি নাটক হবে। এটির নাম শুনলে একটু অন্য রকম মনে হতে পারে। কিন্তু গল্প সম্পূর্ণ ব্যতিক্রম। এটিতে বিবাহিত জীবনের বিভিন্ন বিষয় দর্শক দেখবে। নাটকটিতে আমার সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ।

‘বেড সিন’ নাম শুনলেই অন্তরঙ্গ ঘনিষ্ঠ দৃশ্যের কথা চোখের সামনে এসে যায়। কিন্তু কেন এমন নাম? নামের যথার্থতা রয়েছে বলেই জানালেন নির্মাতা। একই ধারাবাহিকতায় ‘বেড সিন’ নাটকে দু’জনের সরব উপস্থিতি ভক্তদের অপেক্ষায় রেখেছে।

নির্মাতা বান্নাহ বলেন, সম্পর্কের ভেতরের স্পম্পর্ক এই গল্প দেখানো হয়েছে। এ ছাড়াও ভালোবাসায় বেশকিছু মুহুর্ত ঠিক অন্যভাবে উঠে এসেছে এই নাটকে। সর্বোপরি বলতে পারি দর্শকদের এর জন্য একটু অপেক্ষা করতে হবে। নাটকটি রিলিজ পাবে রঙ্গন ফিল্মস-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

এই নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সময়ের আলোচিত জুটি ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। এর আগেও একই নির্মাতার ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’য় জুটিবদ্ধ হয়েছিলেন। যা সাধারণ দর্শক থেকে সমালোচক সকলের নিকট প্রশংসিত হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তিশার বয়স যখন ৫০!

প্রকাশিত : ০৪:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮

একজন মধ্যবয়স্ক নারী, বয়স ৫০ এর আশেপাশে। চেহারা দেখে চেনার উপায় নেই কে এই নারী? তবে যারা চেনার তারা একটু ভালো করেই দেখলেই চিনে ফেলবেন। ইনি হলেন তানজিন তিশা। কিন্তু এই মধ্যবয়স্ক সাজে কেন? সম্প্রতি তিশাকে এমন চেহারায় পাওয়া গেল।

এ প্রসঙ্গে তিশা বলেন, ঈদের জন্য যে কাজগুলো করছি তার মধ্যে ‘বেডসিন’ অন্যতম একটি নাটক হবে। এটির নাম শুনলে একটু অন্য রকম মনে হতে পারে। কিন্তু গল্প সম্পূর্ণ ব্যতিক্রম। এটিতে বিবাহিত জীবনের বিভিন্ন বিষয় দর্শক দেখবে। নাটকটিতে আমার সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ।

‘বেড সিন’ নাম শুনলেই অন্তরঙ্গ ঘনিষ্ঠ দৃশ্যের কথা চোখের সামনে এসে যায়। কিন্তু কেন এমন নাম? নামের যথার্থতা রয়েছে বলেই জানালেন নির্মাতা। একই ধারাবাহিকতায় ‘বেড সিন’ নাটকে দু’জনের সরব উপস্থিতি ভক্তদের অপেক্ষায় রেখেছে।

নির্মাতা বান্নাহ বলেন, সম্পর্কের ভেতরের স্পম্পর্ক এই গল্প দেখানো হয়েছে। এ ছাড়াও ভালোবাসায় বেশকিছু মুহুর্ত ঠিক অন্যভাবে উঠে এসেছে এই নাটকে। সর্বোপরি বলতে পারি দর্শকদের এর জন্য একটু অপেক্ষা করতে হবে। নাটকটি রিলিজ পাবে রঙ্গন ফিল্মস-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

এই নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সময়ের আলোচিত জুটি ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। এর আগেও একই নির্মাতার ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’য় জুটিবদ্ধ হয়েছিলেন। যা সাধারণ দর্শক থেকে সমালোচক সকলের নিকট প্রশংসিত হয়েছে।