০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ব্যাপক খোলামেলা দৃশ্যে নিতু !

নগ্ন ফটোশুট করেও ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছিলেন তিনি অভিনেত্রী নিতু চন্দ্রা। এছাড়া বলিউডের বেশ কিছু ছবিতে খোলামেলা হয়ে অভিনয় করে আলোচনায় আসেন। এর বাইরে তামিল, তেলেগু ভাষার ছবিতেও কাজ করেছেন তিনি।

বর্তমানে এ অভিনেত্রী ব্যস্ত সময় পার করছেন নিউ ইয়র্কে। এরইমধ্যে হলিউডের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেটার শুটিং হবে কিছুদিন পরেই।

তবে তার আগে নতুন একটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে সেখানে অংশ নিচ্ছেন তিনি। রেখা ভরতবাজের গাওয়া ‘হু মে তুমহারি’ শীর্ষক এ গানের ভিডিওর শুটিং করছেন তিনি। আর এর ভিডিওতে ব্যাপক খোলামেলা রুপে দেখা যাবে নায়িকাকে।

বিকিনি ও সুইমস্যুট পড়ে কয়েকটি দৃশ্যে অংশ নিয়েছেন নিতু। পাশাপাশি চুম্বন দৃশ্যও থাকবে।

এ প্রসঙ্গে নিতু বলেন, যার যেমন ইমেজ তার এমন কাজই আসলে করা উচিত। আমার হট ইমেজ। তাই আমি সুপারহট রুপেই এ ভিডিওতে ক্যামেরাবন্দি হয়েছি। আমার মনে আমার ভক্ত-দর্শক বেশ উপভোগ করবেন এটি। তার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ব্যাপক খোলামেলা দৃশ্যে নিতু !

প্রকাশিত : ০১:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮

নগ্ন ফটোশুট করেও ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছিলেন তিনি অভিনেত্রী নিতু চন্দ্রা। এছাড়া বলিউডের বেশ কিছু ছবিতে খোলামেলা হয়ে অভিনয় করে আলোচনায় আসেন। এর বাইরে তামিল, তেলেগু ভাষার ছবিতেও কাজ করেছেন তিনি।

বর্তমানে এ অভিনেত্রী ব্যস্ত সময় পার করছেন নিউ ইয়র্কে। এরইমধ্যে হলিউডের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেটার শুটিং হবে কিছুদিন পরেই।

তবে তার আগে নতুন একটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে সেখানে অংশ নিচ্ছেন তিনি। রেখা ভরতবাজের গাওয়া ‘হু মে তুমহারি’ শীর্ষক এ গানের ভিডিওর শুটিং করছেন তিনি। আর এর ভিডিওতে ব্যাপক খোলামেলা রুপে দেখা যাবে নায়িকাকে।

বিকিনি ও সুইমস্যুট পড়ে কয়েকটি দৃশ্যে অংশ নিয়েছেন নিতু। পাশাপাশি চুম্বন দৃশ্যও থাকবে।

এ প্রসঙ্গে নিতু বলেন, যার যেমন ইমেজ তার এমন কাজই আসলে করা উচিত। আমার হট ইমেজ। তাই আমি সুপারহট রুপেই এ ভিডিওতে ক্যামেরাবন্দি হয়েছি। আমার মনে আমার ভক্ত-দর্শক বেশ উপভোগ করবেন এটি। তার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে।