০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

উড়ন্ত বিমানে নারী যাত্রীর সঙ্গে মদ্যপ পুরুষের কাণ্ড!

সম্প্রতি বিমানে নারীদের প্রতি কিছু পুরুষদের নোংরা আচরণের খবর মাঝে মধ্যেই আসছে। এবার ঘটনা ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। নিউ ইয়র্ক থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার এআই ১০২ বিমান। অভিযোগ, সেই সময়ে মাঝ আকাশেই এক যাত্রী মদ্যপ অবস্থায় এক নারী সহযাত্রীর সিটে প্রস্রাব করেন! প্রতিবাদ জানিয়ে বিষয়টি বিমানকর্মীদের নজরে আনেন ওই নারী। কিন্তু খুব একটা ফল হয়নি!

ওই নারীর অভিযোগ, এই অপকর্ম করা পুরুষ যাত্রীকে কিছু না বলে শুধুমাত্র ওই নারীকে অন্য সিটে বসতে দেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই নয়, বিমানটি দিল্লিতে অবতরণ করার পরও ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

ভুক্তভোগী নারী পুরো বিষয়টি তার মেয়ে ইন্দ্রাণী ঘোষকে জানান। তিনি তখন বিষয়টি টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু, সুষমা স্বরাজ এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে জানান। তিনি আরও জানান, এই ঘটনার পর থেকেই তার মা আতঙ্কে ভুগছেন। প্রশ্ন তোলেন, এত বড় একটা কাণ্ড ঘটানোর পরও কেন ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো?

ইন্দ্রাণীর টুইট পেয়েই নড়েচড়ে বসে ভারতের বিমান পরিবহন মন্ত্রণালয়। বেসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্‌হা এয়ার ইন্ডিয়াকে বিষয়টি তদন্ত করে মন্ত্রক ও ডিজিসিএকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন। ইন্দ্রাণীকে টুইট করে তিনি লেখেন, ‘খুবই দুর্ভাগ্যজনক যে আপনার মাকে এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হয়েছে।’

বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ওই নারী যাত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

উড়ন্ত বিমানে নারী যাত্রীর সঙ্গে মদ্যপ পুরুষের কাণ্ড!

প্রকাশিত : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮

সম্প্রতি বিমানে নারীদের প্রতি কিছু পুরুষদের নোংরা আচরণের খবর মাঝে মধ্যেই আসছে। এবার ঘটনা ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। নিউ ইয়র্ক থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার এআই ১০২ বিমান। অভিযোগ, সেই সময়ে মাঝ আকাশেই এক যাত্রী মদ্যপ অবস্থায় এক নারী সহযাত্রীর সিটে প্রস্রাব করেন! প্রতিবাদ জানিয়ে বিষয়টি বিমানকর্মীদের নজরে আনেন ওই নারী। কিন্তু খুব একটা ফল হয়নি!

ওই নারীর অভিযোগ, এই অপকর্ম করা পুরুষ যাত্রীকে কিছু না বলে শুধুমাত্র ওই নারীকে অন্য সিটে বসতে দেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই নয়, বিমানটি দিল্লিতে অবতরণ করার পরও ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

ভুক্তভোগী নারী পুরো বিষয়টি তার মেয়ে ইন্দ্রাণী ঘোষকে জানান। তিনি তখন বিষয়টি টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু, সুষমা স্বরাজ এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে জানান। তিনি আরও জানান, এই ঘটনার পর থেকেই তার মা আতঙ্কে ভুগছেন। প্রশ্ন তোলেন, এত বড় একটা কাণ্ড ঘটানোর পরও কেন ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো?

ইন্দ্রাণীর টুইট পেয়েই নড়েচড়ে বসে ভারতের বিমান পরিবহন মন্ত্রণালয়। বেসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্‌হা এয়ার ইন্ডিয়াকে বিষয়টি তদন্ত করে মন্ত্রক ও ডিজিসিএকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন। ইন্দ্রাণীকে টুইট করে তিনি লেখেন, ‘খুবই দুর্ভাগ্যজনক যে আপনার মাকে এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হয়েছে।’

বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ওই নারী যাত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে।