০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ক্যাটরিনার পূজায় গণ্ডগোল!

ধুমধাম করে প্রতিবছর সালমান খানের বাড়িতে গণেশ পূজার আয়োজন করা হয়। তবে গতবছর থেকে এই পূজা সালমানের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে হয়। জানা গেছে, বোন অর্পিতার ইচ্ছেতেই এই পূজা তার বাড়িতে হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারো তেমনটাই হলো।

অর্পিতা খান শর্মার বাড়ির গণেশ পূজার আয়োজনে সেখানে হাজির ছিল গোটা খান পরিবার। বৃহস্পতিবার রাতে গণেশ পূজার সময় সালমানের মা সালমা খান, সালমান খান, সালমানের ভাই আরবাজ খান, সোহেল খান, অর্পিতা খান শর্মা ও তার স্বামী আয়ুষ শর্মা সকলেই একে একে আরতি করেন। আর সেখানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফও। আর তার আরতি করার সময় গণ্ডগোল বাঁধালেন তিনি। কিছু না বুঝেই উল্টোদিকে গণেশের আরতি করতে শুরু করেন ক্যাটরিনা।

গণেশ পূজার আরতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সালমানের ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রী। আর সেই ভিডিও সবার চোখে পড়তে ট্রল হতে হয়েছে ক্যাটকে। এই ভিডিও দেখে টুইটারে একজন লিখেছেন ‘ক্যাটরিনা ভুলভাবে আরতি করছেন, কেউ তো তাকে শিখিয়ে দিন।’

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ক্যাটরিনার পূজায় গণ্ডগোল!

প্রকাশিত : ১২:৪৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮

ধুমধাম করে প্রতিবছর সালমান খানের বাড়িতে গণেশ পূজার আয়োজন করা হয়। তবে গতবছর থেকে এই পূজা সালমানের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে হয়। জানা গেছে, বোন অর্পিতার ইচ্ছেতেই এই পূজা তার বাড়িতে হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারো তেমনটাই হলো।

অর্পিতা খান শর্মার বাড়ির গণেশ পূজার আয়োজনে সেখানে হাজির ছিল গোটা খান পরিবার। বৃহস্পতিবার রাতে গণেশ পূজার সময় সালমানের মা সালমা খান, সালমান খান, সালমানের ভাই আরবাজ খান, সোহেল খান, অর্পিতা খান শর্মা ও তার স্বামী আয়ুষ শর্মা সকলেই একে একে আরতি করেন। আর সেখানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফও। আর তার আরতি করার সময় গণ্ডগোল বাঁধালেন তিনি। কিছু না বুঝেই উল্টোদিকে গণেশের আরতি করতে শুরু করেন ক্যাটরিনা।

গণেশ পূজার আরতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সালমানের ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রী। আর সেই ভিডিও সবার চোখে পড়তে ট্রল হতে হয়েছে ক্যাটকে। এই ভিডিও দেখে টুইটারে একজন লিখেছেন ‘ক্যাটরিনা ভুলভাবে আরতি করছেন, কেউ তো তাকে শিখিয়ে দিন।’