রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এসময় র্যাবের দুই সদস্য আহত হন। সোমবার ভোরে ওই এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে র্যাব-২ সদস্যরা বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায়। এ সময় একদল মাদকবিক্রেতা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এতে অজ্ঞাতপরিচয় মাদকবিক্রেতার মৃত্যু হয়। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দু’টি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বিবি/জেজে


























