পুঁজিবাজারের তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে এন আর বি ব্যাংকের ৯ কোটি ৭৩ লাখ টাকার লোনের সেটেলমেন্টের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) একটি ত্রিপাক্ষিক চুক্তির প্রথম পক্ষ এন আর বি ব্যাংক, দ্বিতীয় পক্ষের জামিনদার এবং তৃতীয় পক্ষের বর্তমান পরিচালনা পরিষদ।
এই চুক্তি অনুযায়ী কোম্পানিটির বর্তমান জামিনদার আনিস আহমেদ, জাহেদুল হক ও সৈয়দা সায়মা আক্তার তাদের ধারণকৃত সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৬ লাখ শেয়ার এন আর বি ব্যাংকের নিকট হস্তান্তর করবেন কোম্পানির দায় ৯ কোটি ৭৩ লাখ টাকার বিপরীতে। শেয়ার হস্তান্তরের পর এন আর বি ব্যাংকের সাথে দায় সংক্রান্ত সকল বিষয়ের সমাপ্তি হবে এবং জামিনদারগণ তাদের ব্যক্তিগত জামিন থেকে মুক্তি পাবেন। এতে কোম্পানির অর্থনৈতিক খরচ হ্রাস পাবে, ফলে কোম্পানির নেট প্রফিট ও ইপিএস বৃদ্ধি পাবে।
চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন এন আর বি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেহমুদ হোসেন, সুহৃদ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ইঞ্জি মাহমুদুল হাসান, ডিএমডি সাদ উদ্দিন আহমেদ প্রমুখ।
বিবি/ইএম


























