সাবেক প্রেমিককে উত্যক্ত করার ২ বছরের জেল হয়েছে এক প্রেমিকার। খবর হিন্দুস্তান টাইমসের।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনা ইংল্যান্ডের। অভিযুক্ত ওই নারী শিখ সম্প্রদায়ের। তার হিন্দু এক ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পরও ওই নারী তার প্রেমিককে বিভিন্নভাবে উত্যক্ত করতো। হিন্দু ছেলেটির বাড়ির সামনে গরুর মাংস ফেলে আসতো।
এছাড়াও ওই প্রতিবেদনে আরও বলা হয়, ওই নারী তার সাবেক প্রেমিকার পরিবারের লোকদেরও বিভিন্ন ভাবে হেনস্থা করতো। এরপর বাধ্য হয়ে থানায় দারস্থ হয় ওই পরিবার।
অবশেষে ইংল্যান্ডের সুইন্ডন ক্রাউন আদালত গতকাল (মঙ্গলবার) ওই নারীকে ২ বছরের জেল দেয়।
ওই আদালতের বিচারক, রবার্ট পাওসন রায় দেওয়ার সময় বলেন, প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান জানাতে হবে। এছাড়া ওই অভিযুক্ত নারীকে উদ্দেশ্য করে বিচারক বলেন, তোমার আচরণে অনেক বিদ্বেষমূলক ও ভয়ানক। অন্যের প্রতি অবশ্যই শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।
বিবি/এসআর


























