চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর মতিঝিল থেকে ৩০ হাজার ইয়াবাসহ মুক্তা হক নামে এক নারীকে আটক করেছে র্যাব।
বুধবার সকালে তাকে আটক করে র্যাব-৩ এর সদস্যরা। র্যাবের দাবি আটক নারী মাদক ব্যবসায়ী।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান ভুইয়া বলেন, চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগান নিয়ে চলছে বিশেষ অভিযান। গোয়েন্দা তথ্যে বুধবার সকালে মতিঝিল কাঁচাবাজারের পাশের একটি হোটেলের সামনের রাস্তা থেকে মিসেস মুক্তা হককে ৩০ হাজার ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদে মিসেস হক স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি গাজীপুরে ভাড়ায় থাকেন। কিন্তু তিনি ঢাকাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছেন অনেক আগে থেকেই। তার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ার মৌলভী ধানাইর গ্রামে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিবি/এসআর


























