০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

শফিকুর রহমান শান্তনুর ৪ নাটকের শুটিং চলছে নেপালে

এ সময়ের নন্দিত নাট্যকার শফিকুর রহমান শান্তনু রচিত চারটি নাটকের শুটিং চলছে নেপালে। খুব শিগগিরই নাটকগুলি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য জমা দেয়া হবে।

এ সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা যায়, বিদেশে শুটিং দরকার না পড়লেও বিদেশে নাটকের শুটিং হয়। কিন্তু এই নাটকগুলিতে গল্পের চাহিদা অনুযায়ী নেপালে শুটিং করা হচ্ছে। আশা করছি, একইসাথে কিছু মজার এবং উত্তেজনাপূর্ণ গল্পের নাটক উপভোগ করতে পারবেন দর্শক।’

সৈয়দ শাকিল পরিচালিত ৫২ পর্বের ধারাবাহিক ‘অফ দ্যা রেকর্ড’ ও এক পর্বের ‘হানিমুন ভার্সেস ডিভোর্স’ নাটক দুটির শুটিং শেষ করে ইউনিট ফিরে এসেছে গত ২৫ সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন, অপূর্ব, মম, নাইম, নিলয়, ইমন, রওনক হাসান, শবনম ফারিয়া, পিয়া বিপাশা, নাদিয়া নদী, এ্যানী, সাজু খাদেম, আরফান, নাবিলাসহ আরো অনেকে।

এছাড়াও বর্তমানে শুটিং চলছে মো. বোরহান খানের প্রযোজনায় কেএম নাইমের পরিচালনায় ‘ধরা দিলেন হেলেন’ ও ‘আকাশের সীমা নেই’ নাটক দুটি। রোমান্টিক থ্রিলার ধাঁচের এ নাটক দুটিতে অভিনয় করেছেন নাইম ও প্রভা।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শফিকুর রহমান শান্তনুর ৪ নাটকের শুটিং চলছে নেপালে

প্রকাশিত : ১১:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮

এ সময়ের নন্দিত নাট্যকার শফিকুর রহমান শান্তনু রচিত চারটি নাটকের শুটিং চলছে নেপালে। খুব শিগগিরই নাটকগুলি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য জমা দেয়া হবে।

এ সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা যায়, বিদেশে শুটিং দরকার না পড়লেও বিদেশে নাটকের শুটিং হয়। কিন্তু এই নাটকগুলিতে গল্পের চাহিদা অনুযায়ী নেপালে শুটিং করা হচ্ছে। আশা করছি, একইসাথে কিছু মজার এবং উত্তেজনাপূর্ণ গল্পের নাটক উপভোগ করতে পারবেন দর্শক।’

সৈয়দ শাকিল পরিচালিত ৫২ পর্বের ধারাবাহিক ‘অফ দ্যা রেকর্ড’ ও এক পর্বের ‘হানিমুন ভার্সেস ডিভোর্স’ নাটক দুটির শুটিং শেষ করে ইউনিট ফিরে এসেছে গত ২৫ সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন, অপূর্ব, মম, নাইম, নিলয়, ইমন, রওনক হাসান, শবনম ফারিয়া, পিয়া বিপাশা, নাদিয়া নদী, এ্যানী, সাজু খাদেম, আরফান, নাবিলাসহ আরো অনেকে।

এছাড়াও বর্তমানে শুটিং চলছে মো. বোরহান খানের প্রযোজনায় কেএম নাইমের পরিচালনায় ‘ধরা দিলেন হেলেন’ ও ‘আকাশের সীমা নেই’ নাটক দুটি। রোমান্টিক থ্রিলার ধাঁচের এ নাটক দুটিতে অভিনয় করেছেন নাইম ও প্রভা।