০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

গভীর রাতে শিল্পার বাড়িতে যেতেন সালমান!

এক সময় বলিউডে কান পাতলে শোনা যেতো শিল্পা ও সালমানের রসায়নের কথা। বলিউডেড় এক অংশ মনে করেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ ব্যপারে এতোদিন ঠাণ্ডা বাতাস বইলেও হঠাৎ করে তাদেরকে ঘিরে আবারো শুরু হয়েছে গুঞ্জন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা বলেন, ‘এগুলোমিথ্যা ছাড়া আর কিছু নয়। শুধু বন্ধুত্ব ছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না।’

এই প্রসঙ্গ টেনে নায়িকা বলেন, ‘সালমান মাটির কাছের মানুষ। খুব লাভিং ও কেয়ারিং। আমার মনে আছে, একবার গভীর রাতে ও আমার বাড়িতে এসেছিল। তখন আমি ঘুমিয়েছিলাম। সালমান আর আমার বাবা বার টেবিলে আড্ডা দিয়েছিল সেই রাতে। আর যেদিন আমার বাবা মারা যান, সেদিনও সালমান এসেছিল। আর বার টেবিলে মাথা দিয়ে কান্না করেছিল। আসলে আমরা খুব ভাল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শেয়ার করি। সেখানে প্রেমের কোনো জায়গা ছিল না।’

ট্যাগ :
জনপ্রিয়

নাটোরে বিএনপির প্রার্থী দুলুর নির্বাচনী ইশতেহার ঘোষণা

গভীর রাতে শিল্পার বাড়িতে যেতেন সালমান!

প্রকাশিত : ১০:৫৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮

এক সময় বলিউডে কান পাতলে শোনা যেতো শিল্পা ও সালমানের রসায়নের কথা। বলিউডেড় এক অংশ মনে করেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ ব্যপারে এতোদিন ঠাণ্ডা বাতাস বইলেও হঠাৎ করে তাদেরকে ঘিরে আবারো শুরু হয়েছে গুঞ্জন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা বলেন, ‘এগুলোমিথ্যা ছাড়া আর কিছু নয়। শুধু বন্ধুত্ব ছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না।’

এই প্রসঙ্গ টেনে নায়িকা বলেন, ‘সালমান মাটির কাছের মানুষ। খুব লাভিং ও কেয়ারিং। আমার মনে আছে, একবার গভীর রাতে ও আমার বাড়িতে এসেছিল। তখন আমি ঘুমিয়েছিলাম। সালমান আর আমার বাবা বার টেবিলে আড্ডা দিয়েছিল সেই রাতে। আর যেদিন আমার বাবা মারা যান, সেদিনও সালমান এসেছিল। আর বার টেবিলে মাথা দিয়ে কান্না করেছিল। আসলে আমরা খুব ভাল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শেয়ার করি। সেখানে প্রেমের কোনো জায়গা ছিল না।’