০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

প্রকাশ্যে জেসিয়াকে চুমু খেলেন সালমান!

অন্তর্জালে ভেসে বেড়াচ্ছে ইউটিউবার সালমান মুক্তাদির ও সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন জেসিয়া ইসলামের অন্তরঙ্গ ছবি। সেখানে চুমু খেতে দেখা গেছে আলোচিত-সমালোচিত এ যুগলকে। এ জন্য বিতর্কিত হচ্ছেন তারা। এবার প্রকাশ্যেই জেসিয়াকে চুমু খেলেন সালমান।

রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮ এ নিজেদের প্রেমের গল্প বলতে এসে তারা এটি করেছেন উপস্থাপকের অনুরোধে। অনুষ্ঠানের শুরুর দিকেই উপস্থাপক এহতেশাম বলেন, তোমরা একে অপরের হাত ধরো নিশ্চয়, ‘একটু হাত ধরে দেখাও। চুমুও দিয়ে থাকো হয়তো কীভাবে চুমু দাও দেখাবে? এরপর সালমান প্রকাশ্যে জেসিয়ার গালে চুমু দেন।’

এহতেশাম বলেন, দীর্ঘ ১২ বছরে আমার স্টুডিতে এমন ঘটনা ঘটেনি। অনুষ্ঠান শেষে আমারা জানবো আসলেই কোনটা ঠিক।

প্রায় এক বছর ধরে প্রেম করছেন সালমান-জেসিয়া। অনুষ্ঠানের এক পর্যায়ে সালমান স্বীকার করেন, জেসিয়ার আগে প্রায় দেড়শ নারীর সাথে সম্পর্ক ছিল তার। জেসিয়াও স্বীকার করেন, সালমানের আগে তার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

নাটোরে বিএনপির প্রার্থী দুলুর নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রকাশ্যে জেসিয়াকে চুমু খেলেন সালমান!

প্রকাশিত : ০৮:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮

অন্তর্জালে ভেসে বেড়াচ্ছে ইউটিউবার সালমান মুক্তাদির ও সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন জেসিয়া ইসলামের অন্তরঙ্গ ছবি। সেখানে চুমু খেতে দেখা গেছে আলোচিত-সমালোচিত এ যুগলকে। এ জন্য বিতর্কিত হচ্ছেন তারা। এবার প্রকাশ্যেই জেসিয়াকে চুমু খেলেন সালমান।

রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮ এ নিজেদের প্রেমের গল্প বলতে এসে তারা এটি করেছেন উপস্থাপকের অনুরোধে। অনুষ্ঠানের শুরুর দিকেই উপস্থাপক এহতেশাম বলেন, তোমরা একে অপরের হাত ধরো নিশ্চয়, ‘একটু হাত ধরে দেখাও। চুমুও দিয়ে থাকো হয়তো কীভাবে চুমু দাও দেখাবে? এরপর সালমান প্রকাশ্যে জেসিয়ার গালে চুমু দেন।’

এহতেশাম বলেন, দীর্ঘ ১২ বছরে আমার স্টুডিতে এমন ঘটনা ঘটেনি। অনুষ্ঠান শেষে আমারা জানবো আসলেই কোনটা ঠিক।

প্রায় এক বছর ধরে প্রেম করছেন সালমান-জেসিয়া। অনুষ্ঠানের এক পর্যায়ে সালমান স্বীকার করেন, জেসিয়ার আগে প্রায় দেড়শ নারীর সাথে সম্পর্ক ছিল তার। জেসিয়াও স্বীকার করেন, সালমানের আগে তার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল।

বিবি/এসআর