প্রাইমারির এক ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে স্কুলশিক্ষকের বিরুদ্ধে। এমনকি ওই শিক্ষককের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ক্লাস নেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় স্কুলের সামনে বিক্ষোভ করেছেন অভিভাবকরা।
ঘটনাটি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বিনোদিনী গার্লস হাইস্কুলের। যৌন হেনস্থার অভিযোগে মঙ্গলবার বিক্ষোভের সময় ভাঙচুর করা হয়। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
আনন্দবাজারের খবরে বলা হয়, বিক্ষোভের সময় অভিযুক্ত শিক্ষক দীপক কর্মকারকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ওই শিক্ষককে গ্রেফতারের পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে খবরে বলা হয়।
সুভাষ কয়াল নামে এক অভিভাবক বলেন, ‘উনি (অভিযুক্ত শিক্ষক ) মদ খেয়ে ক্লাস করাতেন। ঝামেলাও হয়েছিল। এটা কয়েক মাস আগের ঘটনা।’
আরেক অভিভাবক ঝর্না দত্ত বলেন, আমার মেয়েও শিশু বিভাগে পড়ে। খবর পেয়ে ছুটে এসেছি। এখন আমরা আতঙ্কে রয়েছি।
গত মাসের ২৪ তারিখে স্কুলশিক্ষক দীপক কর্মকারের হাতে ছাত্রী যৌন হেনস্থার শিকার হয় বলে অভিযোগ উঠে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নির্যাতিতা ছাত্রী।
বিবি/এসআর


























