০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

পোষা কুকুরটি হয়ে গেলো ইঁদুর!

এক ব্যক্তির পোষা প্রাণীটি সত্যিকার অর্থেই চমকে দিয়েছে সবাইকে। এমনই এক অদ্ভুত এক খবর ভাইরাল হয়েছে চীনের সোশাল মিডিয়ায়। সম্প্রতি ছোট সাইজের একটা কুকুরকে ঘরে আনেন এক ব্যক্তি। তিনি আদর যত্নে ওটাকে পালছিলেন। কিন্তু শিগগিরই বুঝতে পারলেন, ওটা কুকুর নয়। ওটা একটা ইঁদুর। তিনি যে একাই ভুল করেছেন তা নয়। অজ্ঞাতনামা এক ব্যক্তি ব্লগপোস্টে লিখেছেন, তিনিও ভেবেছিলেন ওটা একটা কুকুর, এমনটাই শাংহাইলিস্টের এক খবরে বলা হয়।

ওই ব্লগ পোস্টে বলা হয়, সেপ্টেম্বরে এমন ভুল ধারণার সৃষ্টি হয়। ওই ব্যক্তি চীনের এক পাহাড়ঘেরা গ্রামে যান তার বন্ধুর বাড়িতে। সেখানে তিনি এবং তার বন্ধু কালো ছোট্ট ‘কুকুরটাকে’ খুঁজে পান বাড়ির দরজায়।  ব্লগে ওই ব্যক্তি লিখেছেন, ওই সময় অন্ধকার ছিল। আমি এবং আমার বন্ধু প্রাণীটিকে ঠিকভাবে দেখতে পারছিলাম না। ওটার জন্যে খারাপ লাগছিল। পরে ওটাকে পালার সিদ্ধান্ত নিলাম।

কিন্তু ধীরে ধীরে সন্দেহ তৈরি হলো পালকের। এটার দেহে তেমন লোম ছিল না। আবার চলাফেরাতেও কুকুরের মতো লাগছে না। পরে তিনি ব্লগে প্রাণীটির ছবি দেন। জিজ্ঞাসা করেন, প্রাণীটিকে কেউ চেনেন কিনা। খুব দ্রুত জবাব মিলে যায় তার।
যারা চেনেন তারা জানালেন, এটা ‘ব্যাম্বু র‍্যাট’। দক্ষিণ চীনের এক নিশাচর ইঁদুর জাতীয় প্রাণী। বাঁশ খেয়ে বাঁচে তারা।

শাংহাইলিস্ট প্রতিবেদনে জানিয়েছে, বিষয়টি বুঝতে পেরে পালক প্রাণীটিকে ছেড়ে দিতে চেয়েছেন। কারণ তিনে জানেন না এর দেখভাল কীভাবে করবেন। ইতিমধ্যে এই অদ্ভত ঘটনাটি চীনে ভাইরাল হয়ে গেছে। এর আগে কেউ এমনটা শুনেছেন কিনা জানা নেই যে, একটা ইঁদুরকে কুকুর বলে ভাবা হয়েছিল। কিংবা কুকুর মনে করা প্রাণীটি ইঁদুর হিসেবে চিহ্নিত হলো। তবে এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল চীনে। এক ব্যক্তি তিন বছর ধরে একটি কুকুর পুষছিলেন। এর পর দেখা গেলো, ওট আসলে একটা ভালুক।

বিবি/এস আর

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

পোষা কুকুরটি হয়ে গেলো ইঁদুর!

প্রকাশিত : ০৮:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮

এক ব্যক্তির পোষা প্রাণীটি সত্যিকার অর্থেই চমকে দিয়েছে সবাইকে। এমনই এক অদ্ভুত এক খবর ভাইরাল হয়েছে চীনের সোশাল মিডিয়ায়। সম্প্রতি ছোট সাইজের একটা কুকুরকে ঘরে আনেন এক ব্যক্তি। তিনি আদর যত্নে ওটাকে পালছিলেন। কিন্তু শিগগিরই বুঝতে পারলেন, ওটা কুকুর নয়। ওটা একটা ইঁদুর। তিনি যে একাই ভুল করেছেন তা নয়। অজ্ঞাতনামা এক ব্যক্তি ব্লগপোস্টে লিখেছেন, তিনিও ভেবেছিলেন ওটা একটা কুকুর, এমনটাই শাংহাইলিস্টের এক খবরে বলা হয়।

ওই ব্লগ পোস্টে বলা হয়, সেপ্টেম্বরে এমন ভুল ধারণার সৃষ্টি হয়। ওই ব্যক্তি চীনের এক পাহাড়ঘেরা গ্রামে যান তার বন্ধুর বাড়িতে। সেখানে তিনি এবং তার বন্ধু কালো ছোট্ট ‘কুকুরটাকে’ খুঁজে পান বাড়ির দরজায়।  ব্লগে ওই ব্যক্তি লিখেছেন, ওই সময় অন্ধকার ছিল। আমি এবং আমার বন্ধু প্রাণীটিকে ঠিকভাবে দেখতে পারছিলাম না। ওটার জন্যে খারাপ লাগছিল। পরে ওটাকে পালার সিদ্ধান্ত নিলাম।

কিন্তু ধীরে ধীরে সন্দেহ তৈরি হলো পালকের। এটার দেহে তেমন লোম ছিল না। আবার চলাফেরাতেও কুকুরের মতো লাগছে না। পরে তিনি ব্লগে প্রাণীটির ছবি দেন। জিজ্ঞাসা করেন, প্রাণীটিকে কেউ চেনেন কিনা। খুব দ্রুত জবাব মিলে যায় তার।
যারা চেনেন তারা জানালেন, এটা ‘ব্যাম্বু র‍্যাট’। দক্ষিণ চীনের এক নিশাচর ইঁদুর জাতীয় প্রাণী। বাঁশ খেয়ে বাঁচে তারা।

শাংহাইলিস্ট প্রতিবেদনে জানিয়েছে, বিষয়টি বুঝতে পেরে পালক প্রাণীটিকে ছেড়ে দিতে চেয়েছেন। কারণ তিনে জানেন না এর দেখভাল কীভাবে করবেন। ইতিমধ্যে এই অদ্ভত ঘটনাটি চীনে ভাইরাল হয়ে গেছে। এর আগে কেউ এমনটা শুনেছেন কিনা জানা নেই যে, একটা ইঁদুরকে কুকুর বলে ভাবা হয়েছিল। কিংবা কুকুর মনে করা প্রাণীটি ইঁদুর হিসেবে চিহ্নিত হলো। তবে এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল চীনে। এক ব্যক্তি তিন বছর ধরে একটি কুকুর পুষছিলেন। এর পর দেখা গেলো, ওট আসলে একটা ভালুক।

বিবি/এস আর