০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

মুক্তি পেয়েই ভাইরাল হল ‘জিরো’র ট্রেলার

জন্মদিনেই মুক্তি পেল শাহরুখ খান অভিনীত জিরো ছবির ট্রেলার। আর তা ইন্টারনেটে মুক্তি পেতেই ভাইরাল হয়ে যায় ৷‘বামন’ রূপে শাহরুখের দুর্দান্ত অভিনয়ের ঝলক উঠে এসেছে ট্রেলারে৷আর অন্যদিকে অানুষ্কা ও ক্যাটরিনা ট্রেলারের অল্প পরিসরেই বুঝিয়ে দিলেন পারফরমেন্স।

ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই৷এর প্রযোজক শাহরুখ পত্নী গৌরী খান৷আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখের ‘জিরো’র !

ছবিতে শাহরুখ ও ক্যাটরিনার প্রথম পোস্টারটি রোমান্টিক হলেও দ্বিতীয় পোস্টারে খোশমেজাজে দেখা গেছে কিং খান-অানুষ্কাকে। নিজেই ছবির পোস্টার টুইট করেছিলেন শাহরুখ খান। পোস্টারগুলো দেখেই খানিকটা আঁচ করা গিয়েছিল ছবির ভাই বস। এবার ট্রেলার সামনে আসতেই তা ভাইরাল হল।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

মুক্তি পেয়েই ভাইরাল হল ‘জিরো’র ট্রেলার

প্রকাশিত : ১২:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮

জন্মদিনেই মুক্তি পেল শাহরুখ খান অভিনীত জিরো ছবির ট্রেলার। আর তা ইন্টারনেটে মুক্তি পেতেই ভাইরাল হয়ে যায় ৷‘বামন’ রূপে শাহরুখের দুর্দান্ত অভিনয়ের ঝলক উঠে এসেছে ট্রেলারে৷আর অন্যদিকে অানুষ্কা ও ক্যাটরিনা ট্রেলারের অল্প পরিসরেই বুঝিয়ে দিলেন পারফরমেন্স।

ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই৷এর প্রযোজক শাহরুখ পত্নী গৌরী খান৷আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখের ‘জিরো’র !

ছবিতে শাহরুখ ও ক্যাটরিনার প্রথম পোস্টারটি রোমান্টিক হলেও দ্বিতীয় পোস্টারে খোশমেজাজে দেখা গেছে কিং খান-অানুষ্কাকে। নিজেই ছবির পোস্টার টুইট করেছিলেন শাহরুখ খান। পোস্টারগুলো দেখেই খানিকটা আঁচ করা গিয়েছিল ছবির ভাই বস। এবার ট্রেলার সামনে আসতেই তা ভাইরাল হল।

বিবি/রেআ