১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

গাড়ির চেয়েও দামি পোশাকে কঙ্গনা

বলিউডের অন্যতম ফ্যাশনেবল তারাকা কুইনখ্যাত কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি তাকে বিমানবন্দরে ফ্রান্সের বিখ্যাত লুই ভুইত্তোঁ—ব্র্যান্ডের এমন এক পোশাকে দেখা গেছে যার দাম একটি ‘ওডি’ গাড়ির চেয়েও বেশি।

আনন্দবাজার জানিয়েছে কঙ্গনার পরা গ্রাফিক জিপড কেপটির দাম তিন লাখ রুপি। টার্টেলনেকের নীল টপের দাম প্রায় পাঁচ লাখ ৭০ হাজার রুপি। একই ব্যান্ডের পরা বুটের দাম ১ লাখ ৬৬ হাজার রুপি।

এছাড়া হেরমেস ব্র্যান্ডের একটা টুইস্টও রয়েছে কঙ্গনার শরীরে। সেই সঙ্গে একটি টোগো বার্কিন ব্যাগও ছিল, যার দাম প্রায় ১৫ লাখ রুপি।

সব মিলিয়ে সে সময় এই বলিউড কুইনের শরীরে ছিল প্রায় ২০ লাখ টাকার পোশাক পরিচ্ছদ। যা দিয়ে অডির মতো একটা গাড়ি কেনা যায় অনায়াসেই।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলায় বিরতি দিলো রাশিয়া

গাড়ির চেয়েও দামি পোশাকে কঙ্গনা

প্রকাশিত : ১১:৫১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮

বলিউডের অন্যতম ফ্যাশনেবল তারাকা কুইনখ্যাত কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি তাকে বিমানবন্দরে ফ্রান্সের বিখ্যাত লুই ভুইত্তোঁ—ব্র্যান্ডের এমন এক পোশাকে দেখা গেছে যার দাম একটি ‘ওডি’ গাড়ির চেয়েও বেশি।

আনন্দবাজার জানিয়েছে কঙ্গনার পরা গ্রাফিক জিপড কেপটির দাম তিন লাখ রুপি। টার্টেলনেকের নীল টপের দাম প্রায় পাঁচ লাখ ৭০ হাজার রুপি। একই ব্যান্ডের পরা বুটের দাম ১ লাখ ৬৬ হাজার রুপি।

এছাড়া হেরমেস ব্র্যান্ডের একটা টুইস্টও রয়েছে কঙ্গনার শরীরে। সেই সঙ্গে একটি টোগো বার্কিন ব্যাগও ছিল, যার দাম প্রায় ১৫ লাখ রুপি।

সব মিলিয়ে সে সময় এই বলিউড কুইনের শরীরে ছিল প্রায় ২০ লাখ টাকার পোশাক পরিচ্ছদ। যা দিয়ে অডির মতো একটা গাড়ি কেনা যায় অনায়াসেই।

বিবি/রেআ