০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

খোলামেলা ছবি শেয়ার করে তোপের মুখে হিনা খান

প্রথমে সালমান খানের ‘বিগ বস’, পরে একতা কাপুরের ‘কাসৌটি জিন্দেগি’-র সৌজন্যে ইতিমধ্যেই জনপ্রিয় মুখ অভিনেত্রী হিনা খান। সম্প্রতি মালদ্বীপে ঘুরতে গিয়ে বেশ কিছু ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেন হিনা। যার মাশুল গুনতে হয়েছে এই অভিনেত্রীকে।

প্রেমিক রকি জায়সওয়ালের সঙ্গে চলতি বছর মালদ্বীপে বেড়াতে যান এই অভিনেত্রী। নীল জলে, স্বল্প বসনায় একের পরে এক ছবি তোলেন হিনা। সঙ্গে স্কুবা ডাইভিং’র রোমাঞ্চকর ভিডিও। হিনা সবই আপলোড করেন নিজের প্রোফাইলে।

বিপত্তির শুরু এর পরেই। ছবি সামনে আসতেই কমেন্ট বক্সে আছড়ে পড়ে একের পরে এক কমেন্ট। এমন সব কমেন্ট আসতে থাকে যা দেখে হতবাক হয়ে যান হিনা। তবে হিনা অবশ্য এই নিয়ে এখনও মুখ খোলেননি।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

খোলামেলা ছবি শেয়ার করে তোপের মুখে হিনা খান

প্রকাশিত : ১১:৪৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮

প্রথমে সালমান খানের ‘বিগ বস’, পরে একতা কাপুরের ‘কাসৌটি জিন্দেগি’-র সৌজন্যে ইতিমধ্যেই জনপ্রিয় মুখ অভিনেত্রী হিনা খান। সম্প্রতি মালদ্বীপে ঘুরতে গিয়ে বেশ কিছু ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেন হিনা। যার মাশুল গুনতে হয়েছে এই অভিনেত্রীকে।

প্রেমিক রকি জায়সওয়ালের সঙ্গে চলতি বছর মালদ্বীপে বেড়াতে যান এই অভিনেত্রী। নীল জলে, স্বল্প বসনায় একের পরে এক ছবি তোলেন হিনা। সঙ্গে স্কুবা ডাইভিং’র রোমাঞ্চকর ভিডিও। হিনা সবই আপলোড করেন নিজের প্রোফাইলে।

বিপত্তির শুরু এর পরেই। ছবি সামনে আসতেই কমেন্ট বক্সে আছড়ে পড়ে একের পরে এক কমেন্ট। এমন সব কমেন্ট আসতে থাকে যা দেখে হতবাক হয়ে যান হিনা। তবে হিনা অবশ্য এই নিয়ে এখনও মুখ খোলেননি।

বিবি/জেজে