০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

সরকার এসডিজি বাস্তবায়নে কাজ করছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমরা জাতিসংঘ ঘোষিত এমডিজি অর্জন করেছি। এখন শেখ হাসিনার সরকার এসডিজি বাস্তবায়নে কাজ করছে। রোববার (২৯ অক্টোবর) আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উন্নয়ন মেলা-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছয় দিনের উন্নয়ন মেলার আয়োজক পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন। সরকারের বিভিন্ন উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন, উন্নয়নের ইতিহাস ঘাঁটলে জনগণ দেখতে পাবে কারা উন্নয়ন করেছে।’

স্বাগত বক্তব্যে পিকেএসএফ সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, মেলা আয়োজনের উদ্দেশ্য আমাদের উন্নয়ন সংস্থাগুলোর উৎপাদিত পণ্য প্রদর্শন। সবার সঙ্গে দেখা সাক্ষাতের মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি। এসময় তিনি পিকেএসএফ এর কার্যক্রমও সংক্ষেপে তুলে ধরেন।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা ও আইটি, সেবামূলক প্রতিষ্ঠানসহ মোট ৯০টি প্রতিষ্ঠানের ১৩৩টি স্টল মেলায় অংশ নিয়েছে।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, দেশে এখন তিন কোটি দরিদ্র জনসংখ্যা রয়েছে যা মোট জনসংখ্যার ২২ শতাংশ। দারিদ্র্যে হার কমিয়ে আনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা দারিদ্র্যের হার আরও কমিয়ে আনতে চাই। ২০২৪ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করতে চাই।’

এ সময় মন্ত্রী দারিদ্র্য দূরীকরণে সরকারের বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করেন। উন্নয়ন মেলার আয়োজক পিকেএসএফের প্রশংসা করে আবদুল মুহিত বলেন, ‘পিকেএসফ ২৭ বছর হয় প্রতিষ্ঠা হয়েছে। তাদের ২৭৭টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘কোনো ধরনের বিদেশি সাহায্য ছাড়াই ২৯ বছর আগে পিকেএসএফ যাত্রা শুরু করেছে।পরবর্তীতে কাজের মাধ্যমে সবার দৃষ্টি আর্কষণ করায় কিছু বিদেশি সাহায্য পেয়েছে। আমাদেও উন্নয়নের একমাত্র লক্ষ্যমাত্রা দারিদ্র দূরীকরণ। দেশে দারিদ্র এখন ২২ দশমিক ৫শতাংশ’।

ট্যাগ :
জনপ্রিয়

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কর্মসংস্থান ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা জ্ঞাপন

সরকার এসডিজি বাস্তবায়নে কাজ করছে: কৃষিমন্ত্রী

প্রকাশিত : ০৮:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমরা জাতিসংঘ ঘোষিত এমডিজি অর্জন করেছি। এখন শেখ হাসিনার সরকার এসডিজি বাস্তবায়নে কাজ করছে। রোববার (২৯ অক্টোবর) আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উন্নয়ন মেলা-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছয় দিনের উন্নয়ন মেলার আয়োজক পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন। সরকারের বিভিন্ন উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন, উন্নয়নের ইতিহাস ঘাঁটলে জনগণ দেখতে পাবে কারা উন্নয়ন করেছে।’

স্বাগত বক্তব্যে পিকেএসএফ সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, মেলা আয়োজনের উদ্দেশ্য আমাদের উন্নয়ন সংস্থাগুলোর উৎপাদিত পণ্য প্রদর্শন। সবার সঙ্গে দেখা সাক্ষাতের মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি। এসময় তিনি পিকেএসএফ এর কার্যক্রমও সংক্ষেপে তুলে ধরেন।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা ও আইটি, সেবামূলক প্রতিষ্ঠানসহ মোট ৯০টি প্রতিষ্ঠানের ১৩৩টি স্টল মেলায় অংশ নিয়েছে।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, দেশে এখন তিন কোটি দরিদ্র জনসংখ্যা রয়েছে যা মোট জনসংখ্যার ২২ শতাংশ। দারিদ্র্যে হার কমিয়ে আনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা দারিদ্র্যের হার আরও কমিয়ে আনতে চাই। ২০২৪ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করতে চাই।’

এ সময় মন্ত্রী দারিদ্র্য দূরীকরণে সরকারের বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করেন। উন্নয়ন মেলার আয়োজক পিকেএসএফের প্রশংসা করে আবদুল মুহিত বলেন, ‘পিকেএসফ ২৭ বছর হয় প্রতিষ্ঠা হয়েছে। তাদের ২৭৭টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘কোনো ধরনের বিদেশি সাহায্য ছাড়াই ২৯ বছর আগে পিকেএসএফ যাত্রা শুরু করেছে।পরবর্তীতে কাজের মাধ্যমে সবার দৃষ্টি আর্কষণ করায় কিছু বিদেশি সাহায্য পেয়েছে। আমাদেও উন্নয়নের একমাত্র লক্ষ্যমাত্রা দারিদ্র দূরীকরণ। দেশে দারিদ্র এখন ২২ দশমিক ৫শতাংশ’।