সাভারের আশুলিয়া সড়ক থেকে সংঘবদ্ধ অপহরণ চক্রের নয় সদস্যকে আটক করেছে র্যাব। রবিবার সকালে র্যাব সদরদফতর থেকে এমন তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, আটকরা যাত্রী বেশে অপহরণ করে পরবর্তীতে মুক্তিপণ আদায় করত। এছাড়াও যানবাহনে নারী যাত্রীদের শারীরিক নির্যাতন করত তারা।
তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আজ দুপুরে সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে।
বিবি/জেজে


























