ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল, ১৫০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম হেরোইনসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন, লিয়ন (২৫) সে বগুড়া জেলার জলিল প্রামাণিকের ছেলে। খোকন খলিফা (২৬) সে একই জেলার জসিম উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (১৮ডিসেম্বর) রাতে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।
বিবি/ ইএম


























