আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উসকানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে আটজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নজরদারির ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা নির্বাচন ঘিরে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা চালাতো। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে করে বিস্তারিত জানানো হবে।
বিবি/জেজে


























