পাবনায় ৭ দিনব্যাপি আঞ্চালিক এস এম ই পণ্য মেলার পাবনা পুলিশ লাইনস্ মাঠে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিশাল এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পাবনা পুলিশ লাইনস্ মাঠে গিয়ে শেষ হয়।
পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, বিপিএম।
মেলার উদ্বোধন শেষে আলোচলা সভায় বক্তব্য দেন অতিরিক্তি জেলা প্রশাসক শাফিউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি লিমিটেডের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের নির্বাহী অফিসার কিমিয়া ফেরদৌস প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন প্রকারের ৪৪ টি স্টল বসেছে। মেলাটি সাধারণ দর্শনার্থীদের জন্য সকাল ৮টা হতে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। মেলা শেষের দিন শ্রেষ্ঠ স্টলকে পুরস্কার প্রদান করা হবে।
বিবি/জেজে






















