ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এই দিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬৫০ বারে ১২ লাখ ৭৬ হাজার ৩৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৬ লাখ ৮ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্সুরেন্স। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ১৪৬ বারে ২৭ লাখ ৩৫ হাজার ৩৬৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮১ লাখ ৩৫ হাজার টাকা।
এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৫৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১১০ বারে ৩ লাখ ৪০ হাজার ৮১১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৪ লাখ ৫৩ হাজার টাকা।
বিবি/এমএ
























