সচিবালয়ে এক ভুয়া ডিজিএফআই সদস্য আটক করেছে পুলিশ। আটক ওই ভুয়া ডিজিএফআইয়ের নাম শাহিনুল ইসলাম (৪৬)। আজ বুধবার দুপুরের দিকে শাহিনুল সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খানের রুমে ঢুকে নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিলে তিনি সচিবালয়ে কর্মরত ডিজিএফআই’র লোকজনকে খবর দেন। পরে ডিজিএফআই এসে শানিনুলকে আটক করে পুলিশে দেয়া হয়।
এ ব্যাপারে ডিজিএফআই সদস্য জহির জানিয়েছেন, গত দুই বছর ধরে তারা শাহিনুলকে খুঁজছিলেন। দুই বছরের বেশি সময় ধরে শাহিনুল নিজেকে ডিজিএফআই পরিচয় দিয়ে বদলি ও চাকরিসহ নানান তদবির করে বেড়াচ্ছেন। বিভিন্ন সময় বিভিন্ন কর্মকর্তাকে ভয়ভীতিও দেখিয়েছেন।
আটক শাহিনুল জানান, তিনি আগে সেনাবাহিনীর সার্জেন্ট ছিলেন। তার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধাপ গ্রামে। বর্তমানে তিনি মিরপুরেের কাজিপাড়ায় থাকেন।
শাহিনুল নিজেকে ডিজিএফআই পরিচয় দিয়ে তদবির করলেও তার কাছে পিআইডি থেকে নওয়া একটি অ্যাক্রিডিটেশন কার্ডও পাওয়া গেছে।
বিবি/কেএইচ/


























