০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

অপমানিত ওয়াসিম আকরাম!

ম্যানচেস্টার এয়ারপোর্টে বিব্রত ও অপমানিত হয়েছেন ওয়াসিম আকরাম ।

এমন পরিস্থিতিতে কখনও পড়েননি ওয়াসিম আকরাম। পাকিস্তানের এই পেস কিংবদন্তির বিশ্বজোড়া নাম। বিভিন্ন জায়গায় তাকে কত শত সম্মাননা দেয়া হয়। সেই ওয়াসিম আকরামকে এবার রীতিমত অপদস্থ হতে হলো।

তবু ক্রিকেট খেলে না এমন কোনো দেশ হলে কথা ছিল। ওয়াসিম অপমানের হেনস্তার শিকার হয়েছেন ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে, যেখানে তাকে সবারই চেনার কথা।

পাকিস্তানের হয়ে ১৯৯২ সালে একমাত্র বিশ্বকাপ জেতা দলের এই সদস্য তার বিব্রতকর পরিস্থিতিতে পড়ার ঘটনাটি নিজেই সবাইকে জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওয়াসিম আকরাম দীর্ঘদিন ধরেই ডায়েবেটিসে আক্রান্ত। তার সঙ্গে ‘ইনসুলিন’ রাখতেই হয়। কিন্তু এই ইনসুলিন ব্যাগে রাখার অপরাধেই পাকিস্তানের কিংবদন্তি এই পেসারকে হেনস্তা হতে হয় ম্যানচেস্টার এয়ারপোর্টে। ইনসুলিন কেস থেকে বের করে শেষ পর্যন্ত তাকে সেটা ডাস্টবিনে ফেলতে বাধ্য করা হয়।

আকরাম এই ঘটনার বর্ণনা দিয়ে টুইটারে লিখেছেন, ‘ম্যানচেস্টার এয়ারপোর্টে ২৩ জুলাই (মঙ্গলবার) খুবই কষ্ট পেয়েছি। ইনসুলিন সঙ্গে নিয়ে আমি পুরো বিশ্বেই ঘুরেছি। কখনও এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়িনি। আমি খুবই অপমানিত হয়েছি। আমাকে খুব রূক্ষভাবে প্রশ্ন করা হয় এবং মানুষের সামনে আমার ট্রাভেল ব্যাগ থেকে ইনসুলিন বের করে প্লাস্টিকের ব্যাগে ফেলতে বাধ্য করা হয়।’

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :

মেঘনা  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  নয়ন ও শহীদুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

অপমানিত ওয়াসিম আকরাম!

প্রকাশিত : ১০:৪১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯

ম্যানচেস্টার এয়ারপোর্টে বিব্রত ও অপমানিত হয়েছেন ওয়াসিম আকরাম ।

এমন পরিস্থিতিতে কখনও পড়েননি ওয়াসিম আকরাম। পাকিস্তানের এই পেস কিংবদন্তির বিশ্বজোড়া নাম। বিভিন্ন জায়গায় তাকে কত শত সম্মাননা দেয়া হয়। সেই ওয়াসিম আকরামকে এবার রীতিমত অপদস্থ হতে হলো।

তবু ক্রিকেট খেলে না এমন কোনো দেশ হলে কথা ছিল। ওয়াসিম অপমানের হেনস্তার শিকার হয়েছেন ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে, যেখানে তাকে সবারই চেনার কথা।

পাকিস্তানের হয়ে ১৯৯২ সালে একমাত্র বিশ্বকাপ জেতা দলের এই সদস্য তার বিব্রতকর পরিস্থিতিতে পড়ার ঘটনাটি নিজেই সবাইকে জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওয়াসিম আকরাম দীর্ঘদিন ধরেই ডায়েবেটিসে আক্রান্ত। তার সঙ্গে ‘ইনসুলিন’ রাখতেই হয়। কিন্তু এই ইনসুলিন ব্যাগে রাখার অপরাধেই পাকিস্তানের কিংবদন্তি এই পেসারকে হেনস্তা হতে হয় ম্যানচেস্টার এয়ারপোর্টে। ইনসুলিন কেস থেকে বের করে শেষ পর্যন্ত তাকে সেটা ডাস্টবিনে ফেলতে বাধ্য করা হয়।

আকরাম এই ঘটনার বর্ণনা দিয়ে টুইটারে লিখেছেন, ‘ম্যানচেস্টার এয়ারপোর্টে ২৩ জুলাই (মঙ্গলবার) খুবই কষ্ট পেয়েছি। ইনসুলিন সঙ্গে নিয়ে আমি পুরো বিশ্বেই ঘুরেছি। কখনও এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়িনি। আমি খুবই অপমানিত হয়েছি। আমাকে খুব রূক্ষভাবে প্রশ্ন করা হয় এবং মানুষের সামনে আমার ট্রাভেল ব্যাগ থেকে ইনসুলিন বের করে প্লাস্টিকের ব্যাগে ফেলতে বাধ্য করা হয়।’

বিজনেস বাংলাদেশ-/ এমএ