০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

সাভারে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঢাকার সাভারে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৯০০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে শনিবার দিবাগত রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. আলমগীর হোসেন (২৮) এবং মো. বাবুল মিয়া নামে দুইজনকে আটক করা হয়।

এ সময় মো. আলমগীর হোসেনের কাছ থেকে ৬০০ পুরিয়া এবং মো. বাবুল মিয়ার কাছ থেকে ৩০০ পুরয়া হেরোইন উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আজগর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজনেস বাংলাদেশ-/এমকেএস

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

সাভারে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৮:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯

ঢাকার সাভারে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৯০০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে শনিবার দিবাগত রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. আলমগীর হোসেন (২৮) এবং মো. বাবুল মিয়া নামে দুইজনকে আটক করা হয়।

এ সময় মো. আলমগীর হোসেনের কাছ থেকে ৬০০ পুরিয়া এবং মো. বাবুল মিয়ার কাছ থেকে ৩০০ পুরয়া হেরোইন উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আজগর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজনেস বাংলাদেশ-/এমকেএস