রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন মো. আতাউর রহমান প্রধান।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবদুল আওয়াল স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, তিন বছরের চুক্তিতে সোনালী ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও পদে মো. আতাউর রহমান প্রধানকে নিয়োগ দেয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তার নিয়োগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে নিয়োগ পাওয়ায় বহুল প্রচারিত জাতীয় অর্থনীতি নির্ভর আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বাবু’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ।
মো. আতাউর রহমান প্রধান বর্তমানে রুপালী ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম
























