রাজধানীর গুলিস্তানে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জিদান খুনের ঘটনায় প্রধান আসামি মো. আবু বক্করকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জিদানের হত্যাকারী মো. আবু বক্করকে রাজধানীর সদর ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হযেছে। বিকেলে রাজধানীর কারওয়াবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে সোমবার সকালে রাজধানীর গুলিস্তানের মদিনাতুল মাদ্রাসা থেকে মোহাম্মদ জিদানের (১২) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রাত প্রায় ৩টার দিকে ঘুম ভাঙে মাদ্রাসার নূরানি বিভাগের শিক্ষক রাফসানির। প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য তিনি বাইরে বের হলে একটা ফ্লোরের সামনে রক্ত দেখতে পান। এরপর অন্যদের ঘুম থেকে ডেকে তুলে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে জিদানের লাশ উদ্ধার করে।


























