২৪ আগস্ট (শনিবার) সকাল ১১টা থেকে রাত ১টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরের পাবনা গলি ও তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়া কিশোর গ্যাং গ্রুপ ‘স্টার বন্ড’ এর ১৭ সদস্যকে আটক করেছে র্যাব সদস্যরা। আটকের পর র্যাবের ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ১ বছরের কারাদণ্ড দিয়ে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠায়।
ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, এসব কিশোর অনেক দিন ধরেই ছিনতাই, মাদক ও মারামারির সঙ্গে জড়িত ছিল। তাদেরকে এক বছরের সাজা দিয়ে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, তাদের বেশির ভাগই মাদকের সঙ্গে জড়িত এবং বাবা ও মা আলাদা হয়ে যাওয়া পরিবারের সন্তান। আটকের সময় তাদের কাছ থেকে চাপাতি, ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এরা সকলেই ছিনতাই, ইয়াবা বিক্রি ও সেবনে জড়িত ছিলো। এদের সবার চুলের কাটিং এক রকম । তারা এক ধরনের সেন্ডেল এবং এক ধরনের পোশাক পরতো।
প্রায় এক বছর আগে এ গ্যাংয়ের প্রতিদ্বন্দ্বী মোল্লা রাব্বি গ্রুপের সদস্যরা স্টার বন্ড গ্রুপের এক সদস্যকে হত্যা করে। শুক্রবার সেই হত্যাকান্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ মহফিল আয়োজন করা হয় । এই মহফিলের ছবি ফেসবুকে পোস্ট করলে মোল্লা গ্রুপের সদস্যরা তাতে বিরুপ মন্তব্য করে। এতে ক্ষিপ্ত হয়ে স্টার বন্ডের সদস্যরা দা চাকু নিয়ে মোল্লা গ্রুপের প্রধান মোল্লাকে হত্যা করতে বের হয় । পথিমধ্যে সাদা পোশাকে দায়িত্ব পালনরত র্যাব সদস্যরা তাদের গতিরোধ করে তারা কোথায় এবং কেন যাচ্ছে জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে স্টার বন্ডের সদস্যরা র্যাব সদস্যদের ওপর হামলা চালায় । এর প্রেক্ষিতে র্যাব ২ শনিবার এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মোল্লা রাব্বী নামের অপর কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরার চেষ্টা চলেছে বলে জানিয়েছে র্যাব।
বিজনেস বাংলাদেশ-/এমএ


























