ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর হাটহাজারী শাখায় ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার ব্যাংকের চট্রগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নিজাম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথটি উদ্বোধন করেন।
এ সময় হাটহাজারী শাখার ব্যবস্থাপক, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ কে এম সামসুদ্দিন আহমেদ সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই এটিএম বুথটি কিউ-কেশ নেটওয়ার্ক এর মাধ্যমে সংযুক্ত থাকার ফলে সকল ভিসা কার্ডধারী এগুলো ব্যবহার করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত ন্যাশনাল পেমেন্ট সুইচ এর সাথে সংযুক্ত থাকার ফলে ঘন্যাশনাল পেমেন্ট সুইচ এর সকল সদস্য ব্যাংকের গ্রাহকরাও এই এটিএম মেশিন ব্যাবহার করতে পারবেন। ন্যাশনাল ব্যাংকের সকল ভিসা ডেবিট কার্ডধারীগণ এই এটিএম থেকে কোন ফি ছাড়াই যে কোন দিন যে কোন সময় টাকা উত্তোলন করতে পারবেন।


























