দেশের বিভিন্ন ব্যাংকে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ দেড় লাখ কোটি টাকারও বেশি। এ টাকা উদ্ধারে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) গঠনের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিন সদস্যের কমিটি গঠন করেছে।
এতে প্রয়োজনীয় অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে এডিবি।
এএমসি গড় কমিটি এসংক্রান্ত আইনসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে। খেলাপি ঋণ আদায়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানিগুলো ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করে। প্রতিটি ব্যাংক পৃথকভাবে অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানির সঙ্গে চুক্তি করে।
চুক্তি অনুযায়ী, ব্যাংক যে খেলাপি ঋণগুলো আদায়ে ব্যর্থ হয় সেগুলো কোম্পানি কিনে নেবে। তারপর কোম্পানি সেই খেলাপি ঋণ আদায়ে সোচ্চার হবে। এ ক্ষেত্রে কোম্পানিগুলো আদায়কৃত খেলাপি ঋণের ২০, ৩০ বা ৫০ শতাংশ অর্থ নিয়ে নেয়।
ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রেক্ষাপট সামনে রেখে বাংলাদেশেও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের পথে হাঁটছে সরকার। এতে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছে এডিবি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























