নৈতিক স্খলনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর অপসারণ চেয়ে চিঠি দিবে ভিপি নুরুল হক নুর।
ডাকসু ভিপি নুর বলেন, ডাকসুর সভাপতি অধ্যাপক ড. আখতারুজ্জামান চাইলে নৈতিক স্খলনের দায়ে যে কাউকে বরখাস্ত করতে পারেন। ইতিমধ্যে অনৈতিক কর্মকাণ্ড এবং অবৈধ আর্থিক লেনদেনের দায়ে গোলাম রাব্বানীকে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ যদি এ বিষয়ে আপসহীন হয় তাহলে ডাকসু কেন পারবে না বলে প্রশ্ন ছুড়েদেন তিনি।
নুর আরো বলেন, আমি প্রত্যেক সিনেট সদস্যের উদ্দেশ্যে চিঠি ইস্যু করছি। যেহেতু ডাকসুর দুই সদস্য সিনেটে রয়েছেন। তাই সিনেটকে বিষয়টা জানানো উচিত। ডাকসুর সভাপতি যেহেতু উপাচার্য সেখানে জিএস এর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে, তাই ডাকসুর সভাপতির কাছে চিঠি লিখছি।
এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, কারো একক সিদ্ধান্তে ডাকসু চলবে না। এটি এর গঠনতন্ত্র অনুযায়ীই চলবে।
ডাকুসর জিএস গোলাম রাব্বানী ষড়যন্ত্রের শিকার দাবি করে বলেন, ষড়যন্ত্রের শিকার হয়েই তিনি সংগঠনের (ছাত্রলীগ) পদ হারিয়েছেন। এবার যদি তার ডাকসুর পদ নিয়ে ষড়যন্ত্র হয় তাহলে এর দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ
























